ad720-90

স্টিভ জবসের স্বাক্ষরের মূল্য কত?


গায়ে স্টিভ জবসের স্বাক্ষর রয়েছে এমন পুরোনো এক ফ্লপি ডিস্ক নিলামে তুলেছে নিলাম সংস্থা ‘আরআর অকশন’। ধারণা করা হচ্ছে, জবসের স্বাক্ষর সম্বলিত ওই ফ্লপি’র বাজার মূল্য উঠবে ৭ হাজার ৫০০ ডলার। — খবর প্রযুক্তিবিষয়ক সাইট সিনেটের।

জবসের স্বাক্ষর সম্বলিত ওই ফ্লপি ডিস্কটি আদতে ম্যাকিনটশ সিস্টেম টুল ৬.০ সংস্করণের ফ্লপি। ধারণা করা হচ্ছে, ১৯৮৮ সালে তৈরি হয়েছিল ফ্লপিটি।

পণ্য বর্ণনায় ‘আরআর অকশন’ লিখেছে, ‘ফ্লপিটি বেশ মূল্যবান’, কারণ সহজে স্বাক্ষর দিতে চাইতেন না স্টিভ জবস। এমনকি বহু ভক্ত-সংগ্রাহকের অনুরোধ ফিরিয়ে দেওয়ারও রেকর্ড রয়েছে তার।

এখন পর্যন্ত ফ্লপিটির দাম উঠেছে পাঁচ হাজার ডলার। নিলাম শেষ হবে আরও সপ্তাহখানেক পর। ধারণা করা হচ্ছে, নিলামের শেষ নাগাদ মূল্য গিয়ে ঠেকতে পারে সাড়ে সাত হাজার ডলারে।

তবে, জবসের স্বাক্ষর সম্বলিত কিছু বিক্রির ঘটনা এবারই প্রথম নয়। এর আগে সেপ্টেম্বরে ৩০ হাজার ডলারের বেশি দামে বিক্রি হয়েছে জবসের স্বাক্ষর সম্বলিত ‘টয় স্টোরি’ অ্যানিমেশন চলচ্চিত্র পোস্টার।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar