ad720-90

চাঁদের মাটিতে মিলল বিক্রমের ধ্বংসাবশেষ


নাসার একটি স্যাটেলাইট যা চাঁদের চারদিকে ঘুরছিল তা ভেঙে পড়া বিক্রম ল্যান্ডারকে খুঁজে পেয়েছে যা সেপ্টেম্বর মাসে চন্দ্রপৃষ্ঠে ভেঙে পড়েছিল। এমনটাই জানিয়েছে মার্কিন মহাকাশ এজেন্সি।

এদিন নাসা একটি ছবি শেয়ার করেছে যেখানে স্পষ্ট ল্যান্ডার বিক্রমের অবতরণের চেষ্টার পরে চন্দ্রপৃষ্ঠে কতটা কী প্রভাব পড়েছে এবং ল্যান্ডারটির ধ্বংসাবশেষ যে জায়গায় পড়েছে সেই জায়গাটিকেও নির্দেশ করা হয়েছে ওই ছবিতে।

নাসা জানিয়েছে, “শানমুগা সুব্রহ্মনিয়ম দুর্ঘটনাস্থলের প্রায় ৭৫০ মিটার উত্তর-পশ্চিমে ওই ধ্বংসাবশেষের ছবিটি শনাক্ত করেছে”।

প্রথম ছবিগুলিতে দেখা গিয়েছিল যেখানে ল্যান্ডার বিক্রম অবতরণের চেষ্টা করে সেই প্রভাবিত স্থানটি নির্দেশ করে, যদিও তখন সেই ছবিতে অত্যন্ত অল্প আলো থাকায় ছবিটি শনাক্ত করা খুবই কষ্টসাধ্য ছিল। পরের ছবিগুলি যথাক্রমে ১৪ এবং ১৫ অক্টোবর ও ১১ নভেম্বর তোলা হয়েছিল।

নাসার প্রকাশিত ছবিতে নীল ও সবুজ রঙ করে বিক্রমের ধ্বংসাবশেষ চিহ্নিত করা হয়েছে। নীল রঙের মাধ্যমে বিক্রমের ধ্বংসাবশেষকে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি সবুজ রঙ দিয়ে বোঝানো হয়েছে বিক্রমের ধাক্কায় ক্ষতিগ্রস্ত চাঁদের অংশকে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar