ad720-90

নামাজে রাকাত নিয়ে সংশয় হলে আমাদের করণীয়


নিউজ টাঙ্গাইল ডেস্ক:  অনেক সময় নামাজের মধ্যে রাকাত সংখ্যা নিয়ে সন্দেহে পড়ে যাই। দুই রাকাত হলো নাকি তিন রাকাত! এ মুহূর্তে করণীয় কী?

জবাব : নামাজে রাকাত সংখ্যা নিয়ে এমন সন্দেহ হলে করণীয় হচ্ছে, প্রবল ধারণা অনুযায়ী আমল করা। অর্থাৎ যত রাকাত হয়োেছ বলে প্রবল ধারণা হয় তত রাকাত হিসাব ধরে নামাজ পূর্ণ করে ফেলা। প্রবল ধারণা অনুযায়ী আমল করলে সাহু সেজদা দিতে হবে না। আর যদি চিন্তার পরও কোনো রাকাতের ব্যাপারে প্রবল ধারণা না হয় তাহলে সন্দিহান রাকাতগুলোর মধ্যে কম সংখ্যাটি হিসেবে ধরে নামাজ পূর্ণ করা। এ ক্ষেত্রে প্রতি রাকাতে বসে তাশাহহুদ পড়তে হবে এবং নামাজের শেষে সাহু সেজদাও দিতে হবে।

(বুখারি : ৪০১; তিরমিজি : ৩৯৮; খুলাসাতুল ফাতাওয়া : ১/১৬৯; ফাতাওয়া আলমগিরি : ১/১৩০; আদ্দুররুল মুখতার : ২/৯৩-৯৪)





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar