ad720-90

স্মার্ট টিভি আনলো নোকিয়া


ফ্লিপকার্টের দাবি “পুরো বিশ্বে নোকিয়া ব্র্যান্ডের এটিই প্রথম টিভি”– খবর প্রযুক্তি সাইট ভার্জের।

নোকিয়া ব্র্যান্ড পার্টনারশিপের ফ্লিপকার্ট ভাইস প্রেসিডেন্ট ভিপুল মেহরোতরা বলেন, “ভারতীয় গ্রাহকদের চাহিদা ও আচরণ বুঝতে পারছে ফ্লিপকার্ট এবং গ্রাহকের কাছে পৌঁছানোর যে ক্ষমতা তাদের রয়েছে তার মাধ্যমে নোকিয়া ব্র্যান্ডের স্মার্ট টিভি গ্রহণযোগ্য ও সাশ্রয়ী মূল্যের হবে।”

৫৫ ইঞ্চির নোকিয়া আল্ট্রা এইচডি এলইডি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভিতে থাকছে জেবিএল-এর দুইটি ২৪ ওয়াট স্পিকার।

ফ্লিপকার্টের পক্ষ থেকে টিভিতে অ্যান্ড্রয়েডভিত্তিক অপারেটিং সিস্টেম থাকার কথা বলা হলেও এটিকে নির্দিষ্ট করে অ্যান্ড্রয়েড টিভি হিসেবে উল্লেখ করা হয়নি।

১৬:৯ অনুপাতের ৬০ হার্টজ রিফ্রেশ রেটের পর্দার পাশাপাশি ডলবি ভিশন এবং এইচডিআর১০ সমর্থন রয়েছে নোকিয়া টিভিতে। এ ছাড়াও তিনিটি এইচডিএমআই পোর্ট এবং দুইটি ইউএসবি পোর্ট রয়েছে এতে।

নোকিয়া ব্র্যান্ডের এই টিভির বাজার মূল্য বলা হয়েছে ৫৮৯ মার্কিন ডলার। ১০ ডিসেম্বর বাজারে আসার কথা রয়েছে এটি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar