ad720-90

২০২৫ সালের পর বৈদ্যুতিক গাড়ি: ফেরারি প্রধান


এর আগেই ফেরারির পক্ষ থেকে বলা হয়েছে ২০২২ সালে প্রতিষ্ঠানের বর্তমান শিল্প পরিকল্পনা শেষ হচ্ছে। এই পরিকল্পনা শেষ হওয়ার পরই বৈদ্যুতিক গাড়ি আনা হবে। বিশ্লেষকদের ধারণায় ছিলো, ২০২৩ সালে বৈদ্যুতিক গাড়ি আনবে প্রতিষ্ঠানটি– খবর বার্তাসংস্থা রয়টার্সের।

ক্যামিলেরি বলেন, একটি পুরো বৈদ্যুতিক গ্র্যান্ড ট্যুরার (জিটি) গাড়ি নিয়ে গবেষণা করছে ফেরারি। তবে এই মুহু্র্তে “অদূর ভবিষ্যতের” বিবেচনায় তারা আপাতত হাইব্রিড গাড়িতেই নজর রাখছে।

বুধবার সেন্ট্রো স্টিলিতে ফেরারির মারানেলো কারখানা উন্মোচনকালে ক্যামিলেরি বলেন, “আমার ধারণামতে বৈদ্যুতিক গাড়ি ২০২৫ সালের পর আসবে। ব্যাটারি প্রযুক্তি এখনও কাঙ্ক্ষিত অবস্থানে আসেনি।”

“স্বয়ংক্রিয়তা এবং চার্জিংয়ের গতি নিয়ে এখনও গুরুত্বপূর্ণ কিছু কাজ বাকি রয়েছে। আমরা অবশ্যই বৈদ্যুতিক গাড়ি আনবো। কিন্তু সেটা ২০২৫ সালের পর। খুব শীঘ্রই নয়।”





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar