ad720-90

গুগল ওয়েইমোর মালিকানায় ব্রিটিশ এআই প্রতিষ্ঠান


সহ-প্রতিষ্ঠাতা শিমন হোয়াইটসন এবং হোয়াও মেসিয়াসের হাত ধরে ২০১৭ সালে যাত্রা শুরু করে অক্সফোর্ডভিত্তিক প্রতিষ্ঠান ল্যাটেন্ট লজিক। দুই সহ-প্রতিষ্ঠাতাই অক্সফোর্ড ইউনিভার্সিটির শিক্ষাবিদ। ল্যাটেন্ট লজিকের কৃত্রিম বুদ্ধিমত্তাটি মূলত ‘অনুকরণের মাধ্যমে শিখে’ থাকে। ওয়েইমো আশা করছে, ল্যাটেন্ট লজিকের প্রযুক্তির মাধ্যমে স্বচালিত গাড়িকে জটিল পরিস্থিতি মোকাবেলা করা শেখানো সম্ভব হবে। — খবর ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের।

জটিল পরিস্থিতি বলতে মোড় ঘোরার সময় অন্য গাড়ি স্বচালিত গাড়ির সামনে চলে আসা, দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে মানুষ বের হয়ে সামনে চলে আসা বা বৃষ্টিতে সাইকেল আরোহীর পিছলিয়ে যাওয়া ইত্যাদিকে বুঝানো হচ্ছে।   

এ প্রসঙ্গে এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, “প্রতিষ্ঠানটির টিম ‘শক্তিবৃত্তিতে শেখা ও অনুকরণে শেখা’র ব্যাপারে বেশ দক্ষ। আচরণ, অনুমান ও পরিকল্পনার ক্ষেত্রে ওয়েইমো যতটুকু উন্নতি করেছে, তা আরও ত্বরান্বিত করতে সহায়তা করতে পারবে এটি।”

শুধু ল্যাটেন্ট লজিকের প্রযুক্তি ও দল নয়, প্রতিষ্ঠানটির নতুন অক্সফোর্ড কার্যালয়ও ব্যবহার করবে ওয়েইমো। এ বিষয়ে গার্ডিয়ান মন্তব্য করেছে, ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউয়ের বাইরে দ্বিতীয় আরেকটি কৃত্রিম বুদ্ধিমত্তা ঘাঁটি গড়ে তুলতে চাইছে প্রতিষ্ঠানটি।

এ প্রসঙ্গে ওয়েইমোর প্রধান বিজ্ঞানী ও গবেষণা প্রধান ড্র্যাগো আঙ্গুয়েলভ বলেছেন, “আমরা ইউরোপে রোমাঞ্চকর একটি সুযোগ দেখতে পাচ্ছি। সেখানে প্রধান অটো নির্মাতাদের সঙ্গে অংশীদারিত্বে যাওয়ার পাশাপাশি আমরা অক্সফোর্ড ও পাশের স্থানগুলোর বিশ্বমানের প্রযুক্তি এবং প্রকৌশল ক্ষমতা থেকেও লাভবান হতে পারব।”

গার্ডিয়ান উল্লেখ করেছে, বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি খাতে নেতৃত্বাধীন একটি পর্যায়ে রয়েছে যুক্তরাজ্য। দেশটির কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি গবেষকদের মোটা অংকের পারিশ্রমিকের লোভ দেখিয়েও যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যের বাইরে নেওয়া সম্ভব হয় না।

ওয়েইমো’র সঙ্গে যোগ হওয়া প্রসঙ্গে ল্যাটেন্ট লজিকের সহ-প্রতিষ্ঠাতা হোয়াইটসন বলেছেন, “ওয়েইমোর সঙ্গে যোগ দিয়ে আমরা নিরাপদ ও স্বচালিত গাড়ির আকাঙ্ক্ষা বিবেচনার ক্ষেত্রে বেশ বড় একটি পদক্ষেপ নিচ্ছি।”

আপাতত যুক্তরাজ্যে স্বচালিত ট্যাক্সি ছাড়ার কোনো পরিকল্পনা নেই ওয়েইমো’র। নতুন কেনা প্রতিষ্ঠানের প্রযুক্তিকে গবেষণার কাজে ব্যবহারের পরিকল্পনা জানিয়েছে অ্যালফাবেট মালিকানাধীন এ প্রতিষ্ঠানটি। তবে, ভবিষ্যতে ইউরোপের রাস্তায় নামবে প্রতিষ্ঠানটির স্বচালিত ট্যাক্সি সেবা।

এ লক্ষ্যে অটোমোবাইল নির্মাতা রেনল্টের সঙ্গেও কাজ করছে প্রতিষ্ঠানটি। ২০২৪ প্যারিস অলিম্পিকসের সময় রাস্তায় নামবে যৌথভাবে দুই প্রতিষ্ঠানের তৈরি স্বচালিত ট্যাক্সি সেবা। 





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar