ad720-90

২০১৯: ইউটিউবের শীর্ষ দশ কনটেন্ট নির্মাতা


তবে, এবারের তালিকাটিকে ইউটিউব রিওয়াইন্ড’র মোড়কেই পুরে দিয়েছে ইউটিউব। ওই ভিডিওটির বরাতে চলুন জেনে নেই কোন কনটেন্ট নির্মাতারা ভিউয়ের হিসেবে হয়েছেন বর্ষসেরা-

‘ভিউ’য়ের হিসেবে বছরের শীর্ষ দশ কনটেন্ট নির্মাতা/চ্যানেল

১. পিউডাইপাই – ২০১৯ সালে চারশ’ কোটি ‘ভিউ’ পেয়ে শীর্ষে রয়েছেন সুইডিশ ইউটিউবার ফিলিক্স শেলবার্গ, যিনি পিউডাইপাই নামেই সুপরিচিত। পিউডাইপাইয়ের ইউটিউব চ্যানেলের গ্রাহকসংখ্যা বর্তমানে ১০ কোটিরও বেশি। বর্তমানে তিনি যুক্তরাজ্যে বসবাস করছেন।

২. ফিলিপি ন্যাতো – ২৮০ কোটি ভিউ পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ব্রাজিলিয়ান এই ইউটিউবার। প্রতিদিনের জীবন, সংবাদ ও খ্যাতনামা তারকাদের বিষয়ে ভ্লগ এবং কৌতুক ভিডিও তৈরি করেন তিনি। ন্যাতোর চ্যানেলের গ্রাহকসংখ্যা বর্তমানে সাড়ে তিন কোটিরও বেশি।

৩. পেন্সিলমেশন – বর্ষসেরার তৃতীয় স্থানটি দখল করে নিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ইউটিউবার রস বলিঙ্গারের চ্যানেল পেন্সিলমেশন। ২০১৯ সালে ২৮০ কোটির কাছাকাছি ভিউ পাওয়া এই চ্যানেলটির বর্তমান গ্রাহকসংখ্যা ১ কোটি ৩০ লাখের বেশি।

৪. জেলি – ২০১৯ সালে ২৫০ কোটি ভিউ পেয়েছে নেদারল্যান্ডসভিত্তিক ইউটিউব চ্যানেল জেলি। চ্যানেলটিতে ভিডিও গেইমনির্ভর কনটেন্টের দেখা মেলে বেশি। বর্তমানে এর গ্রাহকসংখ্যা দেড় কোটিরও ওপরে।

৫. ডেভিড ডব্রিক – ২৪০ কোটি ভিউ পেয়ে পঞ্চম স্থানে রয়েছে চ্যানেলটি। যুক্তরাষ্ট্রের এই ইউটিউবারের বর্তমানে ১ কোটি ৪৫ লাখেরও বেশি গ্রাহক রয়েছে।

৬. ডুড পার্ফেক্ট – তালিকার ছয় নম্বরে রয়েছে ডুড পার্ফেক্ট চ্যানেলটি। বর্তমানে চ্যানেলটির গ্রাহকসংখ্যা প্রায় চার কোটি ৭৫ লাখ। যুক্তরাষ্ট্রের এ চ্যানেলটি সারা বছরে ভিউ পেয়েছে ২৩০ কোটি।

৭. মি. বিস্ট – ২২০ কোটি ভিউ পেয়েছে মি. বিস্টের ইউটিউব চ্যানেল। যুক্তরাষ্ট্রভিত্তিক এই ইউটিউবারের আসল নাম জিমি ডনাল্ডসন। বর্তমানে মি. বিস্টের গ্রাহকসংখ্যা প্রায় ২ কোটি ৬৬ লাখ।

৮. লেজারবিম – অস্ট্রেলিয়ান ইউটিউবার লান্নান ইয়াকট রয়েছেন অষ্টম স্থানে, ২০০ কোটি ভিউ পেয়েছেন তিনি। গেইমনির্ভর কনটেন্টসমৃদ্ধ এই চ্যানেলটির গ্রাহকসংখ্যা এক কোটি ২০ লাখ।

৯. ফিশারস – ৫৯ লাখ গ্রাহকসমৃদ্ধ জাপানি এই ইউটিউব চ্যানেলটি মোট ভিউ পেয়েছে ১৯০ কোটি। সিল্ক, দামা, জাকাও, পিকেতান, দাহো, মতোকি ও মাসাই নামের সাত বন্ধু মিলে চালান এ চ্যানেলটি।

১০. অ্যাজিল্যান্ড – কানাডিয়ান ইউটিউবার অ্যাজি বাজরামি’র ইউটিউব চ্যানেলটি ভিউ পেয়েছে ১৯০ কোটি। তালিকার দশম স্থানে থাকা এ চ্যানেলটির গ্রাহকসংখ্যা এক কোটি পাঁচ লাখ।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar