ad720-90

জিটিএ’তে হংকং বিক্ষোভ, চীনা গেইমারদের পাল্টা জবাব


এ মাসের শুরুতে ‘ডায়মন্ড ক্যাসিনো হাইস্ট’ নামে নতুন আপডেট এসেছে গ্র্যান্ড থেফট অটো (জিটিএ) ফাইভ গেইমটিতে। ওই আপডেটের ফলে ‘ক্লোথিং অপশনে’ যোগ হয়েছে নতুন হলুদ শক্ত টুপি ও গ্যাস মুখোশ। বিষয়টি নজরে আসার পর গেইমিং দুনিয়াতেও হংকং বিক্ষোভের উত্তাপ ছড়িয়ে দেওয়া সিদ্ধান্ত নেন জিটিএ৫ অনলাইনের হংকংভিত্তিক খেলোয়াড়রা। — খবর বিবিসি’র।

গেইমটির ময়দানে জনবল বাড়াতে প্রচারণায় নামেন ওই খেলোয়াড়রা। হংকংয়ের সোশাল নিউজ সাইট ‘এলআইএইচকেজি’র মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় ভার্চুয়াল বিক্ষোভের খবর। ‘গ্লোরি টু হংকং’ নাম দেওয়া সুনির্দিষ্ট কাপড় কিনে ‘স্ট্যান্ড উইথ হংকং’ নামের দলে যোগ দেওয়ার আহবান জানানো হয়। এভাবে খুব দ্রুত একত্রিত হতে শুরু করেন হংকংভিত্তিক গেইমাররা।

বিষয়টি নজরে আসে চীনের গেইমারদেরও। ফলে তারাও ভার্চুয়াল বিক্ষোভ প্রতিহত করার উদ্দেশ্যে একত্রিত হতে শুরু করেন।

ভার্চুয়াল বিক্ষোভে বিক্ষোভকারীরা গেইমের কাল্পনিক শহর লস সান্টোসের ‘সাবওয়ে স্টেশনে’ ভাংচুর করেন, পুলিশের বাহনে পেট্রোল বোমা ছোঁড়েন এবং পুরো গেইমে তাণ্ডব চালান বলে জানিয়েছে বিবিসি। বিক্ষোভকারী গেইমারদের প্রতিহত করার উদ্দেশ্যে মাঠে নামা চীনা খেলোয়াড়রাও বসে থাকেননি। বেশ দৃঢ়ভাবেই ওই ভার্চুয়াল বিক্ষোভ দমনের চেষ্টা করেন তারা। ওই সময় কাল্পনিক শহর লস সান্টোসের রাস্তায় জলকামানেরও দেখা মিলেছে বলে উল্লেখ করেছে বিবিসি।

ভার্চুয়াল ওই বিক্ষোভে অবশ্য শেষ পর্যন্ত জিতেছেন চীনা খেলোয়াড়রাই। লোকবলে ভাড়ী হওয়ায় সফলভাবে বিক্ষোভকারীদের হটিয়ে দেন তারা।

মূল চীন ভূখণ্ডে কিন্তু জিটিএ৫ গেইমটি ‘মাদক, যৌনতা ও সহিংসতা’ কনটেন্ট ইসুতে অননুমোদন পায়নি। তবে, স্টিমের মাধ্যমে ডাউনলোড করে ভিন্ন উপায়ে দেশটি থেকে গেইমে ঢোকা সম্ভব।            

গেইমারদের ভার্চুয়াল এ বিক্ষোভের খবরটি প্রথম জানায় হংকংভিত্তিক সংবাদ সাইট অ্যাবাকাস।

ভার্চুয়াল ময়দানে হংকং বিক্ষোভের ঘটনা অবশ্য আগেও ঘটেছে। গত কয়েক মাস ধরেই ভিন্ন ভিন্ন টাইটেলের গেইমে হাজির হয়ে এ ধরনের ভার্চুয়াল বিক্ষোভ করেছেন গেইমাররা। ‘লিবারেট হংকং’ নামে ভার্চুয়াল রিয়ালিটি গেইমও তৈরি করেছেন একদল হংকং অ্যাক্টিভিস্ট। ‘দ্য রেভুলিউশন অফ আওয়ার টাইম’ নামের একটি অ্যান্ড্রয়েড গেইমও ছিল প্লে স্টোরে। পরবর্তীতে ওই গেইমটি মুছে দিয়েছে গুগল।

জিটিএ৫ গেইমটির নির্মাতা প্রতিষ্ঠান ‘রকস্টার গেইমস’ সাম্প্রতিক ওই ভার্চুয়াল বিক্ষোভ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar