ad720-90

আরঅ্যান্ডডি খরচে শীর্ষস্থান হারালো স্যামসাং


২০১৭ সালে এই খাতে শীর্ষে ছিল ইলেকট্রনিক পণ্য নির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি।

ইইউ ইন্ডাস্ট্রিয়াল আরঅ্যান্ডডি ইনভেস্টমেন্ট স্কোরবোর্ডের ২০১৯ সংস্করণে বলা হয়েছে ২০১৮ সালে এই খাতে স্যামসাং বিনিয়োগ করেছে ১৬৪০ কোটি মার্কিন ডলার। বিশ্বজুড়ে শীর্ষ আড়াই হাজার প্রতিষ্ঠান বিশ্লেষণ করে থাকে এই সংস্থাটি– খবর আইএএনএস-এর।

আগের বছরের চেয়ে আরঅ্যান্ডডি-তে স্যামসাংয়ের খরচ বেড়েছে ১০ শতাংশ। তারপরও স্যামসাংকে টপকে শীর্ষ স্থানে উঠেছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট। এই খাতে প্রতিষ্ঠানের খরচ বলা হয়েছে ১৮৩০ কোটি ইউরো, যা আগের বছরের চেয়ে ৩৭ শতাংশ বেশি।

আরআন্ডডি খাতে সবচেয়ে বেশি খরচের তালিকায় স্যামসাংয়ের পরে রয়েছে মাইক্রোসফট, ফোক্সভাগেন, হুয়াওয়ে, অ্যাপল এবং ইনটেল।

২০১৪ সাল থেকে ইইউ তালিকার শীর্ষ পাঁচে রয়েছে স্যামসাং। শীর্ষ ৫০ প্রতিষ্ঠানের মধ্যে একমাত্র দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানও তারা। এই তালিকায় শীর্ষ ৫০ প্রতিষ্ঠানের ২২টি মার্কিন যুক্তরাষ্ট্রের।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar