ad720-90

তৃতীয় প্রান্তিকে শীর্ষে আইফোন Xআর


ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালের সেপ্টেম্বরে উন্মোচনের প্রান্তিক ছাড়া ওই বছরের চতুর্থ প্রান্তিক থেকেই বিশ্বজুড়ে সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোন হলো আইফোন Xআর।

তৃতীয় প্রান্তিকে অ্যাপলের সর্বমোট বিক্রির এক চতুর্থাংশই আইফোন Xআর। ফলে অ্যাপলের সবচেয়ে বেশি বিক্রি হওয়া আইফোন মডেলও এই ডিভাইসটি।

কাউন্টারপয়েন্ট রিসার্চের গবেষণা বিশ্লেষক ভারুন মিশরা বলেন, “চীন এবং ভারতের মতো বাজারগুলোতে আইফোন Xআর-এর দামও কিছুটা শুধরে নিয়েছে অ্যাপল, এতে এই প্রান্তিকে ডিভাইসটির চাহিদা আগের মতোই পোক্ত ছিল।”

উন্মোচনের প্রান্তিকেই সবচেয়ে বেশি বিক্রি হওয়া ১০ স্মার্টফোনের তালিকায় জায়গা করে নিয়েছে অ্যাপলের নতুন আইফোন ১১।

শীর্ষ দশে রয়েছে স্যামসাংয়ের এ সিরিজের তিনটি স্মার্টফোন। প্রতিষ্ঠানের কোনো ফ্ল্যাগশিপ ডিভাইস আসতে পারেনি এই তালিকায়।

শীর্ষ দশে তিনটি স্মার্টফোন রয়েছে চীনা প্রতিষ্ঠান অপো’র। চীন এবং অন্যান্য দেশে প্রতিষ্ঠানের ‘এ’ সিরিজের বিক্রি ভালো হওয়ায় তালিকায় এসেছে অপো এ৯, এ৫এস এবং এ৫।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar