ad720-90

চীনে তৈরি গাড়ি বেচতে শুরু করলো টেসলা


চীনের সাংহাইয়ের কাছাকাছি ‘গিগাফ্যাক্টরি’তে ১৫ টি চীনে তৈরি মডেল ৩ সেডান টেসলা গাড়ি ক্রেতার হাতে তুলে দেওয়া হয়েছে। কাজটি করার মধ্য দিয়ে বিশ্ব গাড়ি বাজারে আরেক ধাপ এগিয়ে গেল প্রতিষ্ঠানটি। বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, ঠিক এমন একটি সময় কাজটি করা হল যখন যুক্তরাষ্ট্র-চীনের বাণিজ্য যুদ্ধের কারণে নিজেদের উৎপাদন শিল্প চীনের বাইরে সরিয়ে নিচ্ছে মার্কিন প্রতিষ্ঠানগুলো।

ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রতিষ্ঠান টেসলা জানিয়েছিল, ২৫ জানুয়ারিতে চন্দ্র নববর্ষ শুরু হওয়ার আগেই গাড়ি সরবরাহ শুরু করার পরিকল্পনা রয়েছে। আর এখন ২০২০ সালের শুরু থেকেই সরবরাহ সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।

চীনে তৈরি টেসলা মডেল ৩ গাড়িটির দাম পড়বে ৫০ হাজার ডলার। স্থানীয় বিদ্যুত চালিত গাড়ি বাজারে বিএমডব্লিইউ, মার্সেইডিজ-বেঞ্জের মতো বৈশ্বিক ব্র্যান্ডগুলোর সঙ্গে পাল্লা দেবে টেসলার ওই গাড়িগুলো।

মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল, এইচপি এবং ডেলের মতো প্রতিষ্ঠানগুলো চীন-মার্কিন বাণিজ্য যুদ্ধের কারণে এশিয়ার অন্যান্য দেশে নিজেদের উৎপাদন শিল্প সরিয়ে নেওয়া শুরু করেছে। কারণ, চীনে তৈরি পণ্যের উপর চড়া কর আরোপ করছে যুক্তরাষ্ট্র। পাল্টাপাল্টি একই কাজ করছে চীনও।

তবে, টেসলা ওই সমস্যায় পড়বে না। চীনে তৈরি গাড়ি যুক্তরাষ্ট্রের বাজারে নিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা নেই তাদের। উল্টো চীনে তৈরি গাড়ি চীনেই বিক্রির পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। এতদিন যুক্তরাষ্ট্রে তৈরি গাড়ি টেসলা চীনে রপ্তানি করত টেসলা। স্বাভাবিকভাবেই এভাবে কর গুণতে হত প্রতিষ্ঠানটির।

প্রতিষ্ঠানটি যে শুধু চীনেই উৎপাদন বাড়াচ্ছে তা নয়, জার্মানির বার্লিনে বড় মাপের ইউরোপিয়ান উৎপাদন শিল্প গড়ে তোলারও পরিকল্পনা করেছে টেসলা।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar