ad720-90

বিদ্যুৎস্পৃষ্ট হলে তাৎক্ষণিক কী করা উচিত?


ডিএমপি নিউজঃ বিদ্যুৎ এমনই এক শক্তি যা সমগ্র পৃথিবীকে আলোকিত করেছে, যেদিন থেকে মানুষ এই শক্তিকে নিজের আয়ত্বে এনেছে, সূচনা হয়েছে মানব সভ্যতার নতুন অধ্যায়ের। মানবদেহ বিদ্যুৎ সুপরিবাহী। আমাদের সকলের জানা বিদ্যুৎ প্রবাহ দুই ধরনের একটি হচ্ছ AC এবং অপরটি হচ্ছে DC বিদ্যুৎ প্রবাহ । AC বিদ্যুৎ প্রবাহ আকর্ষন করে এটা মারাত্মক এবং DC বিদ্যুৎ প্রবাহ ধাক্কা মেরে ফেলে দেয় । বিদ্যুৎ প্রবাহ রয়েছে এমন কোন খোলা তার বা বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে এলে তাই সহজেই দেহে বিদ্যুতায়ন হতে পারে। প্রচলিত ভাষায় যাকে বলা হয় কারেন্ট শক বা বিদ্যুৎস্পৃষ্ট। এ কারেন্ট শক বা বিদ্যুৎস্পৃষ্ট জীবন পর্যন্ত কেড়ে নিতে পারে। অধিকাংশ বিদ্যুৎপৃষ্ট হবার ঘটনা ঘটে অসতর্কতা থেকে।

তাই ইলেকট্রিক দুর্ঘটনার ব্যপারে জানা থাকা খুব জরুরী। একটু সচেতনতা অনেক সময় অনেক বড় বিপদ থেকে বাঁচাতে পারে আপনাকে বা আপনার প্রিয়জনকে।

কিছু সতর্কতা:

  • যেকোন বৈদ্যুতিক কাজ করার আগে নিশ্চিত হয়ে নিতে হবে সেখানে বৈদ্যুতিক সংযোগ নেই।
  • খালি পায়ে মাটিতে বা ফ্লোরে দাঁড়িয়ে বৈদ্যুতিক কাজ করা থেকে বিরত থাকতে হবে।
  • হাই ভোল্টেজ লাইনে কাজ করার আগে লাইনকে নিউট্রাল করে নিতে হবে।
  • ফ্যানের ক্যাপাসিটর ডিসচার্জ না করে স্পর্শ করা উচিৎ নয়।
  • বৈদ্যুতিক সংযোগ থাকা আবস্থায় কোন ক্রমেই বৈদ্যুতিক যন্ত্রাংশ(দূরদর্শন, মোবাইল ফোন, কম্পিউটার ইত্যাদি) মেরামত করতে যাওয়া উচিৎ নয়।
  • রেফ্রিজারেটরের রং উঠে যাওয়া জায়গা স্পর্শ করা উচিৎ নয়।
  • ইস্ত্রী ব্যবহারের আগে নিশ্চিত হয়ে নিতে হবে যে ওটি বিদ্যুতায়িত হয় নি।
  • যে কোন বৈদ্যুতিক সংযোগ দেওয়ার আগে সুইচ বন্ধ করে নিতে হবে। ইত্যাদি কাজ মোটামুটি ভাবে আপনাকে নিরাপদ রাখতে সাহায্য করবে।

 

তাৎক্ষণিক আপনার করণীয়:

  • উত্তেজিত হওয়া যাবে না, কেননা উত্তেজনাবশত আক্রান্ত ব্যাক্তিকে স্পর্শ করলে আপনারও বিদ্যুৎপৃষ্ট হবার সমূহ সম্ভাবনা রয়েছে, কেননা বিদ্যুৎ প্রবাহ দেখা যায়না। এজন্য ভারী সেন্ডেল পায়ে শুকনা বাঁশ বা কাঠ দিয়ে সেটা সরিয়ে দিন। বিদ্যুতায়িত অবস্থায় সরাসরি তাকে ধরতে যাবেন না। নইলে আপনিও বিপদে পড়ে যাবেন।
  • বৈদ্যুতিক সুইচ সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে হবে।
  • সুইচ বন্ধ করা সম্ভব না হলে শুকনো খবরের কাগজ, উলের কাপড়, শুকনো কাঠের টুকরো অথবা রাবার দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ব্যাক্তিকে বেদ্যুতিক উৎস হতে ধাক্কা মেরে আলাদা করতে হবে।
  • ধাক্কা দেয়া বা সুইচ বন্ধ করা সম্ভব না হলে দ্রুত বৈদ্যুতিক অফিসে খবর দিতে হবে।
  • বিদ্যুৎস্পৃষ্ট ব্যাক্তির শরীর (বুক, পিঠ, হাত-পায়ের তালু, ঘাড় ইত্যাদি) মালিস করলে রক্ত চলাচলে সহায়তা হয়।
  • বিদ্যুৎস্পৃষ্ট ব্যাক্তির গলা, বুক এবং কোমড়ের কাপড় ঢিলা করে দিতে হবে। দ্রুত তাকে বালিশ ছাড়া মাটিতে শুইয়ে দিন। এতে অতিরিক্ত বিদ্যুৎ মাটিতে চলে যাবে।
  • মূখ, নাকে কোন ময়লা, থু থু আছে কিনা বা জিহ্বা উল্টে গেছে কিনা দেখে নিন। থাকলে হাতের কাছে যাই পান (কাপড়) দিয়ে পরিস্কার করে দিন, জিহ্বা উল্টে থাকলে মূখে আঙ্গুল ঢুকিয়ে তা সোজা করে দিন। এরপর দুই চোয়ালের মাঝে দুই দিকে চাপ দিয়ে মূখ খোলা অবস্থায় মূখে মূখ লাগিয়ে ফুঁ দিতে থাকুন (আর্টিফিসিয়াল ব্রিদিং, মাউথ টু মাউথ)। প্রতি মিনিটে আনুমানিক ২০ বার।
  • বিদ্যুৎস্পৃষ্ট ব্যাক্তির হৃদপিণ্ড সঞ্চলন বন্ধ হয়ে গেছে বলে মনে হলে দ্রুত তার বুকের উপর জোরে জোরে চাপ দিতে হবে। ডাক্তারি ভাষায় একে বলা হয় (CPR)
  • বিদ্যুৎস্পৃষ্ট ব্যাক্তির শ্বাস বন্ধ হয়ে গেলে কৃত্রিমভাবে শ্বাস দেওয়ার ব্যবস্হা করতে হবে যতক্ষন না হাসপাতালে পৌছা সম্ভব হচ্ছে ততক্ষন পর্যন্ত।
  • রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্হা করত হবে।

যা করা যাবে না:

আক্রান্ত ব্যক্তিকে ইচ্ছেমত লাঠি দিয়ে প্রহার।

বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন না করেই ঝাঁপিয়ে পড়ে রক্ষা করার চেষ্টা করা।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar