ad720-90

হ্যাকিংয়ের শিকার মারায়া ক্যারির টুইটার অ্যাকাউন্ট


অ্যাকাউন্টের দখল নিয়ে ৫০টির বেশি টুইট করেছে হ্যাকার। অশ্লীলতা ছড়ানো এবং গায়ক এমিনেমকে নিয়ে নেতিবাচক এবং আক্রমণাত্মক টুইটও পোস্ট করা হয়েছে এই অ্যাকাউন্টের মাধ্যমে– খবর সিএনএন-এর।

টুইট পোস্টের প্রায় ৩০ মিনিট পর অ্যাকাউন্টটি লক করেছে টুইটার। প্রতিষ্ঠানের এক মুখপাত্র বলেন, “আমরা যখনই বিষয়টি জানতে পেরেছি ক্ষতিগ্রস্থ অ্যাকাউন্টটি লক করে দেওয়া হয়েছে এবং আমরা এটি তদন্ত করে দেখছি।”

ক্যারির অ্যাকাউন্ট থেকে হ্যাকারের টুইটগুলোও ইতোমধ্যে মুছে ফেলা হয়েছে।

বলা হচ্ছে, ক্যারির অ্যাকাউন্টটির দখল নিয়েছে হ্যাকার দল দ্য চাকলিং স্কোয়াড। এর আগে টুইটার প্রধান জ্যাক ডরসিসহ অন্যান্য সেলিব্রেটির অ্যাকাউন্টও দখল করেছে এই দলটি।

সিম সোয়াপিংয়ের মাধ্যমে ডরসির অ্যাকাউন্টের দখল নেওয়া হয়েছিল বলে জানিয়েছে টুইটার। নতুন সিম কার্ডে মোবাইল নাম্বার স্থানান্তরের কৌশলকে বলা হয় ‘সিম সোয়াপিং’ বা ‘সিম হাইজ্যাকিং’।

ক্যারির মোবাইল নাম্বারও ক্ষতিগ্রস্থ করা হয়েছে কিনা তা এখনও নিশ্চিতভাবে বলা হয়নি।

৪৯ বছর বয়সী এই শিল্পীর প্রথম হিট ছিল ১৯৯০ সালে ‘ভিশন অফ লাভ’। ২০০ সালের আগে আরও ১৩টি হিট এসেছে তার কাছ থেকে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar