ad720-90

ফাইভ জি স্মার্টফোন বিক্রির লক্ষ্য ছাড়িয়ে স্যামসাং


বিশ্বজুড়ে ২০১৯ সালে  ৪০ লাখ ইউনিট ফাইভজি সমর্থিত স্মার্টফোন বিক্রির লক্ষ্য ছাড়িয়ে ৬৭ লাখ ইউনিট স্মার্টফোন বিক্রি করেছে স্যামসাং। অর্থাৎ লক্ষ্যের অতিরিক্ত ২৭ লাখ ইউনিট ফাইভজি স্মার্টফোন বিক্রি করেছে কোম্পানিটি। স্যামসাংয়ের সাম্প্রতিক এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

এর মাধ্যমে ফাইভজি সমর্থিত স্মার্টফোনের বৈশ্বিক বাজার হিস্যার ৫৪ শতাংশ দখলে নিয়েছে স্যামসাং। মূলত দক্ষিণ কোরিয়ার বাজারে সবচেয়ে বেশি ফাইভজি ডিভাইস বিক্রি করেছে স্যামসাং। বাড়তি চাহিদা ছিল চীন, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বাজারেও।

আগাম বাজার দখলের লড়াইয়ে নামা ফাইভজি ডিভাইসের বাজারে স্যামসাংকে এক ধাপ এগিয়ে রেখেছে বলে মনে করছেন টেক বিশ্লেষকরা। দক্ষিণ কোরিয়ায় ফাইভজি নেটওয়ার্ক বিস্তারের সঙ্গে সঙ্গেই নতুন ডিভাইস হাজির করে কোম্পানিটি। এ সময় স্যামসাংয়ের গ্যালাক্সি এস১০ সিরিজের ডিভাইস তুমুল জনপ্রিয়তা পায়। অল্প সময়ের মধ্যে দক্ষিণ কোরিয়ার পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে এস১০ সিরিজের জনপ্রিয়তা।

এক বিবৃতিতে স্যামসাং মোবাইলের কমিউনিকেশন বিভাগের প্রধান গবেষক টিএম রোহ বলেন, পঞ্চম প্রজন্মের ফাইভজি নেটওয়ার্কের আওতায় নতুন নতুন ডিভাইস বাজারে আনতে পেরে আমরা আনন্দিত। আগামীতে গ্রাহকরা স্যামসাংয়ের ফাইভজি ডিভাইসে এমন সব সেবা পাবেন, যা আগে ভাবেননি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar