ad720-90

নতুন গেইমিং ল্যাপটপ ও মনিটর দেখালো ডেল


ল্যাপটপে রয়েছে ১৫.৬ ইঞ্চি এফএইচডি ডিসপ্লে, আর গেইমিং মনিটরটির রিফ্রেশ রেট ২৪০ হার্টজ।

এটিই প্রথম ডেল ল্যাপটপ যেটিতে ১৫.৬ ইঞ্চি এফএইচডি ডিসপ্লে প্যানেল, তৃতীয় প্রজন্মের এএমডি রাইজেন ৪০০০ এইচ-সিরিজ মোবাইল প্রসেসর রিয়েছে। এ ছাড়াও এতে জোটবদ্ধভাবে রয়েছে এএমডি রেডিয়ন আরএক্স ৫৬০০এম জিপিইউ। — খবর ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস’র।

এএমডি’র চিপ দুটি এএমডি স্মার্টশিফট প্রযুক্তি ব্যবহার করে কাজ করবে, ফলে প্রয়োজন অনুযায়ী রাইজেন প্রসেসর ও রেডিয়ন জিপিইউয়ের কাঁধে কাজের ভার ফেলতে পারবে নিজে থেকেই। একটি মাত্র ‘কি’ চেপেই যাতে দ্রুত গেইম-রেডি সেটিংস লঞ্চ করা যায়, সেজন্য এতে ‘গেইম শিফট’ নামে একটি ম্যাক্রো বাটনও রাখা হয়েছে।

গেইমিং ল্যাপটপ বাদেও ২৪.৫ ইঞ্চি পর্দার গেইমিং মনিটরও উন্মোচন করেছে ডেল। ২৪০ হার্টজ রিফ্রেশ রেটে গেইমের অভিজ্ঞতা গেইমারদের উপভোগ করতে দেবে মনিটরটি। এতে নতুন আইপিএস প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলে উল্লেখ করেছে আইএএনএস।

আসছে মার্চে বাজারে আসবে মনিটরটি। এর দাম শুরু হচ্ছে ৪৯৯ ডলার ৯৯ সেন্ট থেকে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar