ad720-90

‘প্রযুক্তিনির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়তে সিটিওদের সঙ্গে কাজ করা হবে’


সিটিও সম্মেলনে আধুনিক তথ্যপ্রযুক্তি নানা বিষয় তুলে ধরেন অতিথিরা। ছবি: সিটিও ফোরামের সৌজন্যেতথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেছেন, ‘প্রযুক্তি দ্রুত পরিবর্তন হচ্ছে। আমাদের এর সঙ্গে খাপ খাওয়ানোটাই এখন চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়তে হবে। এ কাজে প্রধান কারিগরি কর্মকর্তাদের (সিটিও) সঙ্গে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কাজ করবে। আমাদের গত তিন বছরে প্রাইভেট সেক্টরে ৪ হাজার কোটি টাকা বিনিয়োগ এসেছে। আগামী ৫ বছরে আইসিটি খাতকে ৫ বিলিয়ন ডলারে পরিণত করব।’

গতকাল শনিবার ঢাকা ক্লাবে অনুষ্ঠিত প্রযুক্তি কর্মকর্তাদের (সিটিও) সম্মেলন সিটিও টেক সামিটে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

জুনাইদ আহমেদ সম্মেলনে বলেন, চতুর্থ শিল্পবিপ্লব মোকাবিলায় সরকার প্রস্তুত। এ লক্ষ্য দক্ষ মানবসম্পদ তৈরির কাজ চলছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, ‘সিটিওদের ডিজিটাল বাংলাদেশ গড়ার দায়িত্ব নিতে হবে, সরকারি ও বেসরকারি খাতকে কাঁধে কাঁধ মিলিয়ে এগোতে হবে।’

সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকার বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এবারের সম্মেলনে ব্লক চেইন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার নিরাপত্তার মতো নতুন প্রযুক্তির বিষয়গুলো তুলে আনা হয়েছে।’

সম্মেলনে ১০টি সেমিনার ও প্যানেল আলোচনায় অংশগ্রহণকারী ব্যক্তিরা সর্বাধুনিক প্রযুক্তি ও সেবা সম্পর্কে জানতে পেরেছেন। সম্মেলনে আধুনিক প্রযুক্তির নানা বিষয় তুলে ধরেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, নেপাল, ভারতসহ কয়েকটি দেশ থেকে বিশেষজ্ঞরা এবারের সম্মেলনে যোগ দেন।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar