ad720-90

নতুন ম্যাক নকশার পেটেন্ট করালো অ্যাপল


মূলত ডেস্কটপ ম্যাকের কথা মাথায় রেখেই ওই নকশার পেটেন্ট পেতে আবেদন করেছে অ্যাপল। পেটেন্ট আবেদনের সঙ্গে থাকা নকশা চিত্রের বরাতে দেখা গেছে, একক কাঁচের হালকা বাঁকানো পাত হবে নতুন ওই ম্যাকের বাহ্যিক কাঠামো। পেছনের অংশে থাকবে ‘ওয়েজ’, আর নিচে ঠিক মধ্যখান বরাবর থাকবে ‘স্লট’। — খবর প্রযুক্তিবিষয়ক সাইট এনগেজেটের।

স্লটটির মাধ্যমে ম্যাকটির সঙ্গে জুড়ে নেওয়া যাবে কিবোর্ড। আর পেছনের ‘ওয়েজ’-এর মাধ্যমে ঘরের উপাদানের সঙ্গে যোগ করে নেওয়া বা ভাররক্ষণের কাজটি করা সম্ভব হবে। ‘ডিসপ্লে অ্যাঙ্গেল’ পাল্টাতে বা ভাঁজ করে ‘সিস্টেম বন্ধ’ করে দেওয়ার স্বার্থে কাঁচের পাতের বাকানো অংশে পরিবর্তন আনার কথাও ভেবে রেখেছে অ্যাপল।

তবে, খুব শীঘ্রই দেখা মিলছে না কাঁচের পাতের ওই ম্যাকের। বর্তমানে এ ধরনের ম্যাক আনতে গেলে কারিগরি সীমাবদ্ধতার মুখোমুখি হতে হবে বলেই উল্লেখ করেছে এনগেজেট। পেটেন্ট আবেদনটির মাধ্যমে অ্যাপল কীভাবে নকশা তৈরি করে তা পরিষ্কার বুঝা যায় বলেও উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইটটি।

সময় এলে যে গতানুগতিক ধারার ডেস্কটপ ম্যাকের নকশা পাল্টে ফেলতে অ্যাপল দেরি করবে না, সে বিষয়টি এখন পরিষ্কার।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar