ad720-90

অ্যাপসের মাধ্যমে জানা যাবে ভোটার তথ্য


লাস্টনিউজবিডি,
৩০ জানুয়ারি: ঢাকা উত্তর ও
দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে
ভোটারদের সুবিধার্থে অ্যাপসের মাধ্যমেও ভোটকেন্দ্র ও ভোটার তালিকার
সিরিয়াল নম্বর পাওয়া যাবে। এনআইডি
উইংয়ের ওয়েবসাইটে এবং ১০৫ নম্বরে
এনআইডি নম্বর পাঠিয়েও ভোটাররা
তথ্য জানতে পারবেন।

বিষয়টি
নিশ্চিত করেন ইভিএম প্রকল্পের
অপারেশন প্ল্যানিং অ্যান্ড কমিউনিক্যাশন অফিসার ইনচার্জ স্কোয়াড্রন
লিডার কাজী আশিকুজ্জামান।

অ্যাপসে যেভাবে
তথ্য
জানবেন:

ভোটারের
ভোট কেন্দ্র খুঁজে পাওয়ার জন্য
একটি মোবাইল অ্যাপস চালু
করেছে নির্বাচন কমিশন কমিশন।
অ্যাপসটি ডাউনলোড করতে
https://services.nidw.gov.bd/resources/forms/PollingCenter.apk লিংক-এ ক্লিক
করুন।

এছাড়াও তথ্য
পেতে
নিচের
যে
কোন
একটি
পদ্ধতি
অনুসরণ
করা
যেতে
পারে:

একজন
ভোটার নিজ ভোট কেন্দ্র
খুঁজে পেতে মোবাইলের এসএমএস
অপশনে গিয়ে ‘PC NID নম্বর’ লিখে ১০৫-এ প্রেরণ করলে
ফিরতি এসএমএসে ভোটারের কাঙ্খিত ভোট কেন্দ্রের নাম
ও ভোটার নম্বর পেয়ে
যাবেন। (PC1234567890 Send
to 105)।

নির্বাচন কমিশনের কলসেন্টার ১০৫ এ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কল করে ভোটাররা ভোটকেন্দ্র সম্পর্কে জানতে পারবেন। নিচের QR কোড দুটি স্ক্যান করেও লিংক-এ প্রবেশ করে ভোট কেন্দ্রের তথ্য জানতে পারবেন ভোটাররা। প্রতিটি ভোটকেন্দ্রে ভোটার তালিকা অনুযায়ী কক্ষ বিন্যাস ব্যানারে প্রদর্শিত থাকবে।

আরও পড়ুন: চীনে সব অফিস বন্ধ করলো গুগল

এছাড়াও
নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে ভোটাগণ তাদের
ভোট কেন্দ্র সম্পর্কে জানতে পারবেন।
এজন্য নির্বাচন কমিশনের এনআইডি উইং এর
ওয়েবসাইট
https://services.nidw.gov.bd/voter_center -এ
ঢুকে ভোট কেন্দ্র ও
ভোটার নম্বর সম্পর্কে তথ্য
জানা যাবে।

লাস্টনিউজবিডি/এস
এম সবুজ

সর্বশেষ সংবাদ



সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar