ad720-90

দক্ষিণ কোরিয়ায় ৫জি গ্যালাক্সি ট্যাব ছাড়ছে স্যামসাং


স্যামসাং জানিয়েছে, তাদের নির্মিত গ্যালাক্সি এস৬ ৫জি-ই হবে বিশ্বের প্রথম ৫জি ট্যাবলেট। বৃহস্পতিবার থেকে দক্ষিণ কোরিয়ার স্থানীয় বাজারে ৯ লাখ ৯৯ হাজার ৯০০ ওন বা ৮৫০ ডলারের বিনিময়ে বিক্রি করা হবে ডিভাইসটি। — খবর ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর।

তবে, দক্ষিণ কোরিয়া বাদে বিশ্বের অন্যান্য দেশের বাজারে কবে নাগাদ ট্যাবলেটটি আসবে, তা জানা যায়নি। আইএএনএস-এর প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ট্যাবলেটটির ওজন হবে ৪২০ গ্রাম, পর্দা হিসেবে এতে দেখা মিলবে সুপার অ্যামোলেড ডিসপ্লের, সঙ্গে থাকছে ‘একেজি-টিউনড’ কোয়াড স্পিকার। ডিভাইসটি স্মার্ট ‘এস’ পেন সমর্থন করবে বলেও জানা গেছে।

জানা গেছে, দক্ষিণ কোরিয়ার বাজারে ট্যাবলেটটির যে মডেল বিক্রি হবে, তাতে স্টোরেজ থাকবে ১২৮ গিগাবাইট, আর রং হবে ধূসর।

সামনে ৫জি ডিভাইসের মা্ধ্যমে বৈশ্বিক বাজারে নেতৃত্ব দিতে চাইছে স্যামসাং। বর্তমানে গ্যালাক্সি এস১০ ৫জি, নোট ১০ ৫জি, এ৯০ ৫জি ডিভাইস বিক্রি করছে প্রতিষ্ঠানটি।        

গত বছরের হিসেব অনুযায়ী, বৈশ্বিক ৫জি স্মার্টফোন বাজারে দ্বিতীয় স্থানে রয়েছে স্যামসাং। বাজার গবেষক ‘স্ট্র্যাটেজি অ্যানালেটিকস’-এর তথ্য অনুযায়ী, ২০১৯ সালে বিশ্বব্যাপী ৬৭ লাখ ৫জি স্মার্টফোন রপ্তানি করে বাজারের ৩৫.৮ শতাংশ শেয়ার নিজেদের কব্জায় নিতে পেরেছিল প্রতিষ্ঠানটি। 





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar