ad720-90

শুধু রান্না নয়, সৌন্দর্য্য বৃদ্ধিতেও তেজপাতা


রান্নায় তেজপাতা দেওয়া মানে তার স্বাদ একেবারে বদলে যায় ৷ সামান্য রান্নাও সুস্বাদু করে তোলার ক্ষমতা রাখে তেজপাতা ৷ রান্নার স্বাদ ছাড়াও আপনার সৌন্দর্য্য বাড়িয়ে তুলতে উপকারী তেজপাতা। তেজপাতার গুণাগুণ আপনার ত্বক এবং চুলের জন্যও উপকারী।

ব্রুণ দূর করতে এবং কমাতে সাহায্য করে তেজপাতা ৷ ৮-১০ টি তেজপাতা গুঁড়ো করে পানির সঙ্গে ভালো করে মিশিয়ে নিন ৷ গ্যাসে কম আঁচে ১০ মিনিট ফুটিয়ে নিন মিশ্রণটি ৷ একটি জায়গায় ঢেকে রেখে দিন ৷ তারপর ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করুন ৷ ভালো করে ঠান্ডা হওয়া মিশ্রণটি ছেঁকে নিয়ে মুখে লাগান ৷ তারপর মিশ্রণের ঐ পানি দিয়ে মুখ ধুয়ে নিন ৷ এক সপ্তাহ এই পদ্ধতিতে মুখে দেওয়ার পরই দেখবেন মুখ পরিষ্কারও হয়েছে এবং ব্রুণের সমস্যাও কমেছে ৷

দাঁতের সাদাভাব ফিরিয়ে আনতে উপযোগী হল যে পেস্ট আপনি ব্যবহার করেন তার সঙ্গে তেজপাতার গুঁড়ো অল্প করে মিশিয়ে নিন ৷ এতে আপনার দাঁতের হলদে ভাব দূর হবে ৷ অতি লজ্জ্বার ব্যাপার হল উকুন ৷ মাথায় উকুন থাকলে সমস্যা তো বটেই লজ্জ্বাও বটে ৷ আগের পদ্ধতির মতোই রসটি তৈরি করে মাথার তালুতে ভালো করে মাসাজ করুন ৷ ২-৩ ঘন্টা পর ধুয়ে ফেলুন ৷ দেখবেন দুইদিনের মধ্যেই উকুন সেরে গিয়েছে ৷

উকুনের পাশাপাশি খুশকিও একই রকম ভাবে লজ্জ্বাজনক ৷ তেজপাতা গুঁড়ো করে টকদইয়ের সঙ্গে মিশিয়ে নিন ৷ একটি পেস্ট তৈরি হলে সেই পেস্ট চুলে ভালো করে লাগিয়ে নিন ৷ স্ক্যাল্প পর্যন্ত যাতে পেস্টটি পৌঁছয় ৷ কিছুক্ষণ পর শ্যাম্পু করে নিন ভালো করে৷ এক সপ্তাহ করার পরই খুশকি দূর হয়ে যাবে ৷





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar