ad720-90

এনটিএসবি: টেসলা দুর্ঘটনার জন্য দায়ী অটোপাইলট


মঙ্গলবার প্রকাশিত ওই নথির বরাতে জানা গেছে, ৩৮ বছর বয়সী অ্যাপল প্রকৌশলী ওয়াল্টার হুয়াংয়ের টেসলা মডেল এক্স গাড়িটি অটোপাইলট ফিচারের ভুলে আছড়ে পড়েছিল ‘মাউন্টেন ভিউ’ এলাকার রাস্তার পাশের নিরাপত্তা প্রতিবন্ধকতায়। দুর্ঘটনার সময় গাড়ির গতি ছিল ৭০ মাইল প্রতি ঘন্টা। — খবর সংবাদমাধ্যম রয়টার্সের।

নথি বলছে, দুর্ঘটনার আগে শেষ ছয় সেকেন্ড ‘স্টিয়ারিং হুইলে’ হাত ছিল না হুয়াংয়ের। তবে, গাড়ি থেকে পাওয়া ডেটা বলছে, গাড়ির অটোপাইলট ফিচার ভুল করার পর তা ঠিক করার চেষ্টা করেছিলেন অ্যাপল প্রকৌশলী। 

এ পর্যন্ত একাধিক দুর্ঘটনায় বিশ্বব্যাপী অন্তত পাঁচজন মারা গেছেন টেসলা বাহনের অটোপাইলট ফিচারের কারণে। ডিসেম্বরে রাস্তার পাশে পার্ক করে রাখা পুলিশের গাড়িতে ধাক্কা দিয়ে বসেছিল টেসলা। ওই গাড়িটিও অটোপাইলটে চলছিল।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar