ad720-90

করোনাভাইরাসের প্রভাব পড়ছে তথ্যপ্রযুক্তির সম্মেলনে


করোনাভাইরাসের প্রভাবে আসন্ন বিপণনবিষয়ক সম্মেলন বাতিল করল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। রয়টার্সের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর মস্কোন সেন্টারে আগামী মাসে সম্মেলনটি আয়োজনের কথা ছিল। ধারণা করা হয়েছিল, হাজার চারেক মানুষ এতে অংশ নিতে পারে।

সংবাদবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জকে পাঠানো বিবৃতিতে ফেসবুকের এক মুখপাত্র বলেন, ‘আমাদের দলের সদস্যদের সুস্বাস্থ্য ও নিরাপত্তাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই সাবধানতা অবলম্বন করতে জনস্বাস্থ্যের জন্য করোনাভাইরাসের ঝুঁকি মাথায় রেখে আমরা আসন্ন গ্লোবাল মার্কেটিং সামিট বাতিল করেছি।’

এদিকে ফেসবুকে সম্মেলন বাতিলের খবর এমন এক সময়ে এল, যখন স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠেয় মুঠোফোন প্রযুক্তির সবচেয়ে বড় মেলা বাতিলের ঘোষণা দিয়েছে, সেটির আয়োজক কর্তৃপক্ষ। এ মাসের শেষ সপ্তাহে বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) আয়োজনের কথা ছিল। তবে জিএসএম অ্যাসোসিয়েশন সে মেলা বাতিলের ঘোষণা দিয়েছে। কারণ ওই একটাই, করোনাভাইরাসের প্রসার রোধ। তা ছাড়া বেশ কয়েকটি প্রতিষ্ঠান এরই মধ্যে এমডব্লিউসি থেকে তাদের অংশগ্রহণ আনুষ্ঠানিকভাবে বাতিলের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এলজি, এরিকসন, এনভিডিয়া, ইনটেল, ভিভো, সনি, আমাজন, এনটিটি ডোকোমো, সিসকো, নকিয়া, বিটি এবং এইচএমডি গ্লোবাল। মেলাটিতে এক লাখের বেশি দর্শনার্থীর সমাগম হয়। বহু চীনা প্রতিষ্ঠান এতে অংশ নেয়। তা ছাড়া চীনা দর্শনার্থীদের সংখ্যাও মোটেই নগণ্য নয়।

এখন পর্যন্ত ৪৯ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তথ্যপ্রযুক্তি খাতেও এর গুরুতর প্রভাব পড়েছে। চীনে বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর দোকান বন্ধ থেকে শুরু করে উৎপাদন স্থগিতের মতো খবর মিলছে প্রায়ই। তবে চীনের বাইরে করোনাভাইরাসের প্রসার সীমিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও চীনের বাইরে কোনো সম্মেলন বাতিলের সুপারিশ করেনি। তবু সতর্কতা অবলম্বনের জন্য এমন গুরুত্বপূর্ণ দুটি সম্মেলন বাতিল করতে বাধ্য হলো আয়োজন সংস্থাগুলো। সূত্র: দ্য ভার্জ, রয়টার্স





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar