ad720-90

এবার Xiaomi নিয়ে এলো Mi Outdoor Bluetooth Speaker


এবার বাজারে লঞ্চ করল Mi-এর ব্লুটুথ স্পিকার। Xiaomi-এর প্রধান মনু কুমার জৈন, সোমবার এক টুইট বার্তায় জানিয়েছেন এই নতুন ওয়্যারলেস স্পিকারের কথা। ওয়াটার রেসিস্ট্যান্ট এই ছোট্ট স্পিকার ঘোরাফেরার জন্য একেবারে আদর্শ। বাইরে ঘুরতে যাওয়ার জন্য এই স্পিকার হল আদর্শ। স্মার্টফোন দুনিয়ায় বেশ ভালই বাজার Xiaomi-র। এবার দেখার বিষয় এই সংস্থার ব্লুটুথ স্পিকার বাজার গরম করতে কতটা সমর্থ হয়! Xiaomi Mi.com-এ বিক্রি শুরু করে দিয়েছে এই কালো রঙের স্পিকারের। আসুন জেনে নেওয়া যাক এই স্পিকারের স্পেসিফিকেশন সম্পর্কে-

Mi Outdoor Bluetooth Speaker-এর স্পেসিফিকেশন:

⇒) 5W স্পিকারে থাকছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট।

⇒) একবার চার্জ দিলে প্রায় ২০ ঘন্টা চলবে এই স্পিকার। চার্জিংয়ের জন্য থাকছে মাইক্রো ইউএসবি পোর্ট। আর থাকছে AUX পোর্ট।

⇒) এই স্পিকারে ব্যবহার করা হয়েছে একটি ২,০০০ mAh ব্যাটারি।

⇒) এই স্পিকারের সঙ্গে থাকছে একটি স্ট্র্যাপ। আর থাকছে একটি পাওয়ার বাটন, প্লে বাটন ও ভয়েস অ্যাসিস্ট্যান্ট বাটন।

⇒) রয়েছে ওয়াটার রেসিস্ট্যান্ট ক্ষমতা। IPX5 রেটেড এই স্পিকারে জলের ছিটে লাগলেও কোনও ক্ষতি হবে না। যদিও জলে ডুবিয়ে দিলে এই স্পিকার খারাপ হয়ে যাবে।

⇒) স্মার্ট ফোন থেকে ফোন করার জন্য এই স্পিকারে থাকছে মাইক্রোফোন।

⇒) আপাতত কালো রঙের ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে এই স্পিকার।

⇒) Mi Outdoor Bluetooth Speaker-এর দাম পড়বে ১,৩৯৯ টাকার একটু বেশি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar