ad720-90

করোনার প্রভাবে উৎপাদন ও বিক্রি কমেছে আইফোনের


বর্তমানে চীনের অর্থনীতির পরিস্থিতি একটু নাজুক। কারণ করোনাভাইরাস। জনবহুল এ দেশটিতে এমন মহামারীর কারণে বিভিন্ন প্রতিষ্ঠান সংকটে পড়েছে। এর প্রভাব পড়েছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপলেরও বিভিন্ন পণ্যের উপর। তাদের তৈরি আইফোনের উৎপাদন ও বিক্রি কমেছে। খবর রয়টার্স।

চীনে অ্যাপলের আইফোনের উৎপাদন উল্লেখজনকভাবে কমেছে বলে বিবৃতিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি। বাজারে চাহিদা না থাকায় বিক্রি কমেছে। আইফোনের বিক্রি কমায় মার্চে অ্যাপল তাদের কাঙ্ক্ষিত রাজস্ব আয় পূরণ করতে পারবে না বলেও বিবৃতিতে বলা হয়েছে।

এ দিকে মঙ্গলবার চীনে করোনাভাইরাসে আরও ৯৮ জন মারা গেছেন। এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৮৬৮ জনে। বুধবার চীনের জাতীয় হেলথ কমিশন এসব তথ্য জানিয়েছে।

করোনায় মৃতের সংখ্যা বাড়লেও আক্রান্তের সংখ্যা কমেছে বলে জানিয়েছে হেলথ কমিশন। গত জানুয়ারি মাসের পর এই প্রথম মঙ্গলবার দুই হাজার জনের নিচে করোনায় আক্রান্ত হয়েছেন।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar