ad720-90

বিল গেটসের পোরশে ক্রয় ‘হতাশাজনক’: মাস্ক


ইউটিউবার মার্কাস ব্রাউনলির সঙ্গে এক সাক্ষাৎকারে প্রথম বৈদ্যুতিক পোরশে টাইক্যান কেনার কথা জানিয়ে গাড়িটিকে “অনেক, অনেক চমৎকার” বলেছেন গেটস– খবর আইএএনএস-এর।

এক গ্রাহককে টুইট বার্তায় মাস্ক বলেন, “সত্যি বলতে গেটসের সঙ্গে আমার কথপোকথন হতাশাজনক ছিলো।”

ইভি পোরশে টাইক্যান টার্বো এস মডেলের বাজার মূল্য শুরু এক লাখ ৮৫ হাজার মার্কিন ডলার থেকে। অন্যদিকে টেসলা মডেল ৩-এর বাজার মূল্য শুরু ৩৫ হাজার ডলারে।

সাক্ষাৎকারে গেটসকে বৈদ্যুতিক গাড়ির বাজারে টেসলার আধিপত্য নিয়ে প্রশ্ন করেন ব্রাউনলি।

গেটস স্বীকার করেছেনে যে, বৈদ্যতিক গাড়ির ক্ষেত্রে টেসলা চূড়ায় রয়েছে। কয়েক বছরে টেসলার চাহিদা বাড়ায় অন্যান্য প্রতিষ্ঠানও বৈদ্যুতিক গাড়ি উৎপাদনে নজর দিয়েছে।

“এই খাতের চালিকা শক্তি হিসেবে কাজ করছে এমন একটি প্রতিষ্ঠানের নাম যদি বলতে হয়, সেটা টেসলা।”- বলেন গেটস।

সম্প্রতি প্রযুক্তি প্রধানদের নিয়ে নিজের চিন্তা টুইটে তুলে ধরেছেন মাস্ক।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গের ধারণা নিয়ে প্রশ্ন করেছেন মাস্ক। অ্যামাজন প্রধান জেফ বেজোসকে ‘কপিক্যাট’ বলেছেন তিনি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar