ad720-90

নতুন এস পেন নিয়ে আসতে পারে গ্যালাক্সি ফোল্ড ২


কোরিয়ান সংবাদমাধ্যম আজুনিউজের প্রতিবেদনে দাবি করা হয়েছে নতুন গ্যালাক্সি ফোল্ড ২-এর সাংকেতিক নাম দেওয়া হয়েছে চ্যাম্প।

ভাঁজ খোলা অবস্থায় নতুন ফোল্ডএবল ডিভাইসটির পর্দা হবে ৭.৭ ইঞ্চি, যা গ্যালাক্সি নোট ১০ প্লাসের চেয়ে এক ইঞ্চি বড়। গ্যালাক্সি ফোল্ড ২-তে ব্যবহার করা হতে পারে ‘ইনফিনিটি-ভি’ পর্দা। ছোট ত্রিকোণাকার নচ থাকবে এই পর্দায়– খবর আইএএনএস-এর।

ধারণা করা হচ্ছে, গ্যালাক্সি এস২০ প্লাসের মতোই ক্যামেরা ব্যবস্থা থাকবে নতুন গ্যালাক্সি ফোল্ড ২-তে। ১২ মেগাপিক্সেল মূল ক্যামেরার সঙ্গে ৬৪ মেগাপিক্সেল টেলিফটো, ১২ মেগাপিক্সেল আলট্রাওয়াইড, একটি ৩ডি টিওএফ সেন্সর এবং একটি ভিজিএ টাইম-অফ-ফ্লাইট সেন্সর থাকবে এতে।

এ ছাড়াও ৩এক্স হাইব্রিড অপটিক জুমের পাশাপাশি গ্যালাক্সি এস২০ প্লাসের মতো ৩০এক্স সুপার রেজুলিউশান জুম সমর্থন করতে পারে নতুন ফোল্ডএবল ডিভাইসটি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar