ad720-90

নতুন এক্সবক্সের তথ্য জানালো মাইক্রোসফট


গেইমিং কনসোলটির জিপিইউ ক্ষমতা বলা হয়েছে ১২ টেরাফ্লপস, যা আগের এক্সবক্স ওয়ান এক্স-এর চেয়ে দ্বিগুণ এবং মূল এক্সবক্স ওয়ানের চেয়ে আট গুণ শক্তিশালী– খবর আইএএনএস-এর।

এক্সবক্স প্রধান ফিল স্পেনসার বলেন, “উন্নত প্রযুক্তির মাধ্যমে প্রসেসিং এবং গ্রাফিক্স ক্ষমতার দিক থেকে সত্যিকার অর্থে এক্সবক্স সিরিজ এক্স এক প্রজন্ম এগিয়ে গেছে, যার ফলে আরও বেশি ফ্রেইম রেট এবং আরও বিশাল ও বাস্তবধর্মী গেইমিং জগত পাওয়া যাবে। এতে যে দারুণ অভিজ্ঞতা পাওয়া যাবে তা আগে কোনো গেইমিং কনসোলে পাওয়া যায়নি।”

সার্বিকভাবে এক্সবক্স ওয়ান এক্স-এর চেয়ে প্রসেসিং ক্ষমতা চার গুণ বেশি হবে এক্সবক্স সিরিজ এক্স-এর। গেইমিং অভিজ্ঞতা আরও উন্নত করতে থাকবে নতুন ফিচার। উল্লম্ব এবং সমতল উভয়ভাবেই ব্যবহার করা যাবে নতুন গেইমিং কনসোলটি।

স্পেনসার আরও জানিয়েছেন, এনভিএমই সলিড-স্টেট ড্রাইভ থাকবে কনসোলটিতে, যা গেইমের লোডিং টাইম কমাতে সাহায্য করবে।

জেন ২ এবং রেডন আর্কিটেকচারভিত্তিক কাস্টম এএমডি সিপিইউ ব্যবহার করা হবে মাইক্রোসফটের এক্সবক্স সিরিজ এক্স কনসোলটিতে।

৮কে গেইমিং, ১২০ ফ্রেইম রেট, রেই ট্রেসিং এবং ভেরিয়েবল রিফ্রেশ রেট সমর্থন করবে ডিভাইসটি।

ভবিষ্যতের ক্লাউডে জায়গা করে নিতেই সিরিজ এক্স-এর নকশা করা হয়েছে বলেও জানিয়েছেন স্পেনসার। আর কনসোল এবং অন্যান্য ডিভাইসে যাতে সহজে জনপ্রিয় গেইমগুলো খেলা যায় সে লক্ষ্যেই হার্ডওয়্যার এবং সফটওয়্যার বানানো হয়েছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar