ad720-90

করোনাভাইরাস: কর্মীদের বাড়িতে বসে কাজ করতে বলছে টুইটার


“আমরা বিশ্বব্যাপী আমাদের সব কর্মীকে বাসা থেকে কাজ করার ব্যাপারে দৃঢ়ভাবে বলছি, যদি তাদের পক্ষে সম্ভব হয়।” – ওই বিবৃতিতে বলেছে টুইটার। এভাবে করোনাভাইরাসের ছড়িয়ে পড়া কিছুটা হলেও ঠেকানো সম্ভব হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। — খবর মার্কেটওয়াচের।

“আমাদের জন্য- আমাদের চারপাশের মানুষের জন্য কোভিড-১৯ করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি কমিয়ে আনাই আমাদের মূল লক্ষ্য।” – বিবৃতিতে উল্লেখ করেছে টুইটার।

হংকং, জাপান এবং দক্ষিণ কোরিয়ার টুইটার কর্মীদের বাসা থেকেই কাজ করতে হবে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে মার্কেটওয়াচ।

রোববারেই প্রাতিষ্ঠানিক সব ‘নন-ক্রিটিকাল’ সফর ও আয়োজন বাতিল করেছে টুইটার। প্রতিষ্ঠানটির প্রধান জ্যাক ডরসি’র টেক্সাসে ‘সাউথ বাই সাউথওয়েস্ট’ সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল, সেটিও বাতিল করা হয়েছে বলে জানা গেছে। ওই সম্মেলন থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে ফেইসবুকও।

উল্লেখ্য, গত বছরের শেষ দিনে উহানে প্রথম সংক্রমণ শনাক্ত হওয়ার পর থেকে করোনাভাইরাস অ্যান্টার্কটিকা মহাদেশ ছাড়া সব মহাদেশে ছড়িয়ে পড়েছে। ভাইরাসটিতে সোমবার পর্যন্ত ৩ হাজার ১০০ জনেরও বেশি লোকের মৃত্যু হয়েছে এবং ৭০টি দেশে মোট আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ছাড়িয়ে গেছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar