ad720-90

জ্যাক ডরসিকেই টুইটার প্রধান চান ইলন মাস্ক


এক টুইট বার্তায় মার্কিন ধনকুবের মাস্ক বলেন, “আমি শুধু বলতে চাই টুইটার প্রধান হিসেবে ডরসির প্রতি আমার সমর্থন আছে।”

টুইট বার্তায় হৃদয়ের ইমোজি জুড়ে দিয়ে তিনি হয়তো বোঝাতে চেয়েছেন ডরসিকে তিনি অন্তর থেকে সমর্থন করেন বা ডরসি ভালো হৃদয়ের মানুষ– খবর বার্তাসংস্থা রয়টার্সের।

সিলিকন ভ্যালির সফল উদ্যোক্তাদের একজন ৪৪ বছর বয়সী ডরসি। টুইটারের পাশাপাশি মোবাইল লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান স্কয়ারও পরিচালনা করেন তিনি। স্কয়ারের সহ-প্রতিষ্ঠাতাও ডরসি।

সামাজিক মাধ্যমে এর আগেও একে অপরের প্রশংসা করেছেন ডরসি এবং মাস্ক। মাস্কের টুইটার অনুসারীর সংখ্যা তিন কোটি ১০ লাখের বেশি। প্ল্যাটফর্মটিকে কীভাবে আরও ভালো করা যায় সে বিষয়ে চলতি বছরের শুরুতে মাস্কের পরামর্শ চেয়েছেন ডরসি।

টুইটারে শেয়ার রয়েছে এলিয়টের। প্রতিষ্ঠানের আট সদস্যের বোর্ডে নিজস্ব প্রতিনিধি আনারও চেষ্টা চালাচ্ছে এলিয়ট।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar