ad720-90

করোনাভাইরাস শঙ্কায় বাতিল গুগল আই/ও


গুগল অবশ্য বলছে, শুধু মাঠের আয়োজনের অংশটুকু বাদ দিয়েছে তারা। ১২-১৪ মে যুক্তরাষ্ট্রের মাউন্টেনভিউ ক্যালিফোর্নিয়ার শোরলাইন অ্যাম্ফিথিয়েটারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সম্মেলনটির। আর, করোনাভাইরাস সংক্রমণ শঙ্কায় ওভাবে অনুষ্ঠান করার ঝুঁকি নিতে চায়নি গুগল। এক ইমেইল বার্তায় প্রতিষ্ঠানটি জানিয়েছে, অংশগ্রহণকারীদের পুরো অর্থ ফেরত দেওয়া হবে। — খবর প্রযুক্তিবিষয়ক সাইট সিনেটের।

“করোনাভাইরাস (কোভিড-১৯)- কে ঘিরে থাকা শঙ্কা, সিডিসি, ডব্লিউএইচও এবং অন্যান্য স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া স্বাস্থ্য নির্দেশনা মেনে, আমরা শোরলাইন অ্যাম্ফিথিয়েটারে অনুষ্ঠিতব্য গুগল আই/ও আয়োজনের কায়িক অংশটুকু বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি।” – বিবৃতিতে বলেছেন গুগল মুখপাত্র।

গুগল মুখপাত্র আরও যোগ করেছেন, “আগামী কয়েক সপ্তাহ জুড়ে আমরা চেষ্টা করব গুগল আই/ও-কে আরও ভালোভাবে কীভাবে সংযুক্ত করা যায়, সে রাস্তাগুলো খুঁজে বের করতে এবং আমাদের ডেভেলপার কমিউনিটি তৈরি করার কাজ অব্যাহত রাখতে। গুগল আই/ও ওয়েবসাইটটিও আপডেট করতে থাকব আমরা।”

গতবছর গুগল আই/ও সম্মেলনে যোগ দিয়েছিলেন সাত হাজারেরও বেশি অংশগ্রহণকারী। গুগলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্ষিক আয়োজন হিসেবে ধরা হয়ে থাকে সম্মেলনটিকে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar