ad720-90

ফেইস মাস্ক বিক্রি করা যাবে না ফেইসবুক ও ইন্সটাগ্রামে


করোনাভাইরাস জরুরি অবস্থার সুযোগ নিয়ে যাতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যবসা ফেঁদে না বসে, সে লক্ষ্যে এ ধরনের বিজ্ঞাপনে সাময়িক ওই নিষেধাজ্ঞা জারি করেছে প্ল্যাটফর্ম দুটো। নিজ নিজ সিদ্ধান্ত টুইটারে জানিয়েছেন ফেইসবুকের আস্থা/সততা বিভাগের প্রধান রব লেদার্ন ও ইন্সটাগ্রাম প্রধান অ্যাডাম মোসোরি। — খবর ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর।

“আমরা ‘মেডিকেল ফেইস মাস্ক’ বিক্রি সম্পর্কিত বিজ্ঞাপন ও বাণিজ্য তালিকাকরণ নিষিদ্ধ করছি। আমরা কোভিড-১৯ ভাইরাসে সম্পর্কিত বিষয়াদি নজরে রেখেছি এবং কোনো ব্যক্তিকে এই জনস্বাস্থ্য জরুরি অবস্থার সুযোগ নিতে দেখলে আমাদের নীতিমালায় জরুরি আপডেটগুলো নিয়ে আসছি।” – টুইটে লিখেছেন ফেইসবুকের রব লেদার্ন।

এর পরপরই টুইট করেন ইন্সটাগ্রাম প্রধান অ্যাডাম মোসোরি। নিজ টুইটে মোজেরি লিখেছেন, “সরবরাহ কম, দাম বেশি এবং জনস্বাস্থ্য জরুরি অবস্থার সুযোগ নিচ্ছেন এ ধরনের ব্যক্তির বিরুদ্ধে আমরা। আগামী কয়েকদিনের মধ্যে আমরা এটি শুরু করছি।”

ফেব্রুয়ারির শেষেই অবশ্য ফেইসবুক জানিয়েছিল, করোনাভাইরাসকে পুঁজি করে ছড়ানো ভুয়া বিজ্ঞাপনের ব্যাপারে কঠোর হচ্ছে তারা। “করোনাভাইরাসকে লক্ষ্য করে তৈরি হওয়া বিজ্ঞাপন এবং অস্থিরতা তৈরিতে ভূমিকা রাখছে এমন বিজ্ঞাপনগুলো নিষিদ্ধ করার জন্য সম্প্রতি একটি নীতি হাতে নিয়েছি আমরা, এ ধরনের বিজ্ঞাপনে সরবারহ স্বল্পতা বা প্রতিষেধকের কথা বলা হচ্ছে।” – বলেছিলেন ফেইসবুক মুখপাত্র।

এদিকে, ফেব্রুয়ারির শুরুতেই করোনাভাইরাস সার্চ ফলাফলের ক্ষেত্রে শীর্ষ সংবাদ, সংশ্লিষ্ট স্থানীয় ফলাফল, নির্ভরযোগ্য সংস্থা থেকে পাওয়া সহায়তা তথ্য এবং যাচাই হওয়া নিরাপত্তা টিপস ইত্যাদি দেখাতে এসওএস অ্যালার্ট নিয়ে এসেছে গুগল।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar