ad720-90

স্যামসাং সেমিকন্ডাক্টর কারখানায় আগুন!


কারখানাটির আগুন সোমবার সকাল নাগাদ পুরোপুরিভাবে নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে। কারখানাটির অবস্থান সিউলের দক্ষিণে হোয়াসেং অঞ্চলে। সোমবার আনুষ্ঠানিকভাবে অগ্নিকাণ্ডের খবরটি জানিয়ে স্যামসাং উল্লেখ করেছে, এ ঘটনায় সেমিকন্ডাক্টর উৎপাদনে কোনো প্রভাব পড়বে না। — খবর ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস’র।

অগ্নিকাণ্ডের ওই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেই উল্লেখ করেছে ইওনহাপ সংবাদ সংস্থা। সেমিকন্ডাক্টর নির্মাণ কারখানাটির ‘বর্জ্য পানি নিষ্কাশন’ অংশে আগুন ধরেছিল বলে জানিয়েছে স্যামসাং। এতে উৎপাদন অংশের কোনো ক্ষতি হয়নি বলেও জানিয়েছে ইলেকট্রনিক্স জায়ান্ট খ্যাত দক্ষিণ কোরিয়ান প্রতিষ্ঠানটি।

হোয়াসেং স্থানীয় সময় রোববার রাত ১১.১৮ মিনিটে আগুন লাগে এবং মধ্যরাতের পরপর ১২.০৬ মিনিট  অগ্নি নির্বাপক কর্মীরা নাগাদ তা নিভিয়ে ফেলতে সক্ষম হন-  প্রতিবেদনে জানিয়েছে আইএএনএস।

নিজেদের চিপ নির্মাণ ব্যবসা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে স্যামসাংয়ের। এজ ও ক্লাউড কম্পিউটিংয়ের জন্য উচ্চক্ষমতাসম্পন্ন চিপ তৈরিতে আগ্রহী প্রতিষ্ঠানটি। গত বছরের এপ্রিলেই ‘পাঁচ ন্যানোমিটার সেমিকন্ডাক্টর প্রক্রিয়া’ উদ্ভাবন করেছে প্রতিষ্ঠানটি, আর ডিসেম্বরে কৃত্রিম বুদ্ধিমত্তা চিপ বানিয়ে দিতে চীনা সার্চ জায়ান্ট বাইদু’র সঙ্গে জোট বাঁধার খবর জানিয়েছিল স্যামসাং।

২০৩০ নাগাদ লজিক চিপে ১২ হাজার কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। ২০১৯ সালের শুরুতেই ওই বিনিয়োগ পরিকল্পনার ব্যাপারে জানিয়েছিল স্যামসাং। মূলত এই প্রযুক্তির বিশ্ব মোড়ল হওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে দক্ষিণ কোরিয়ান এই টেক জায়ান্ট।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar