ad720-90

করোনাভাইরাস: ইতালিতে অ্যাপলের সব স্টোর বন্ধ


মার্কিন টেক জায়ান্ট অ্যাপল ইতালিতে নিজেদের সব স্টোর বন্ধ ঘোষণা করেছে। দেশটিতে নভেল করোনাভাইরাস সংক্রমণের ভয়াবহতা বাড়তে থাকায় নিজেদের মোট ১৭ স্টোর সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। খবর: সিনেট।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এরই মধ্যে নভেল করোনাভাইরাসকে মহামারী রোগ হিসেবে ঘোষণা দিয়েছে। ভাইরাসটির উত্পত্তিস্থল চীন হলেও এখন বিশ্বের শতাধিক দেশে ছড়িয়ে পড়েছে। করোনাভাইরাস সংক্রমিত হয়ে সৃষ্ট রোগ কভিড- ১৯ আক্রান্তের সংখ্যা ক্রমে বাড়ছে। ইতালিতে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। নভেল করোনাভাইরাসে সংক্রমিত হয়ে দেশটিতে মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে।

চীনে ভাইরাসটির প্রাদুর্ভাব শুরু হলে সাময়িক সময়ের জন্য দেশটিতে অবস্থিত সব স্টোর, কন্টাক সেন্টার ও উৎপাদন কারখানা বন্ধ করেছিল অ্যাপল। যদিও সীমিত পরিসরে এখন ওই স্টেরগুলো পুনরায় চালু করেছে প্রতিষ্ঠানটি। তবে ইতালির এ বন্ধ হওয়া স্টোরগুলো ঠিক কবে পুনরায় খোলা হবে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি জনপ্রিয় প্রযুক্তি জায়ান্টটি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar