ad720-90

অ্যাপলের ডাব্লিউডাব্লিউডিসি’ও হবে অনলাইনেই


নভেল করোনাভাইরাস শঙ্কায় নিজেদের আয়েোজনটিকে ‘অনলাইন অনলি’ করার সিদ্ধান্ত জানিয়েছে অ্যাপল। মার্কিন টেক জায়ান্ট খ্যাত প্রতিষ্ঠানটি বলছে, “লাখো ডেভেলপারের” সঙ্গে সংযুক্ত হওয়ার সুযোগ করে দেবে নতুন অনলাইন ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপারস কনফারেন্সটি। — খবর প্রযুক্তিবিষয়ক সাইট সিনেটের।

“বর্তমান স্বাস্থ্য পরিস্থিতির হিসেবে আমাদের নতুন ডব্লিইউডব্লিইউডিসি ২০২০ কাঠামো তৈরি করা প্রয়োজন, যেটি কিনোট এবং সেশনসহ পুরো অনুষ্ঠান উপহার দিতে পারবে, বিশ্বব্যাপী আমাদের ডেভেলপার কমিউনিটির জন্য অসাধারণ একটি শেখার অভিজ্ঞতা নিয়ে আসবে,” – এক বিবৃতিতে বলেছেন অ্যাপলের বৈশ্বিক বাজারজাতকরণ বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ফিল শিলার।

বিশ্বের ১৫৫টিরও বেশি দেশে মোট দুই কোটি ৩০ লাখ নিবন্ধিত ডেভেলপার রয়েছে অ্যাপলের। 





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar