ad720-90

অপেরা ব্রাউজারেই কেনা যাচ্ছে ক্রিপ্টোকারেন্সি


ক্রিপ্টোকারেন্সি কেনাবাচার মার্কিন প্রতিষ্ঠান ওইয়ারের সঙ্গে অংশীদারিত্বে এই উদ্যোগ নিয়েছে নরওয়ের প্রতিষ্ঠানটি। ফলে অপেরা ব্রাউজার দিয়েই বিটকয়েন এবং ইথেরিয়ামের মতো ক্রিপ্টোকারেন্সি কিনতে পারবেন গ্রাহক– খবর আইএএনএস-এর।

অপেরা ব্রাউজারের ক্রিপ্টো বিভাগের প্রধান চার্লস হ্যামেল বলেন, “আমাদের গ্রাহকদেরকে ব্রাউজারের ডিজিটাল ওয়ালেটে সহজে ক্রিপ্টোকারেন্সি লোড করার সুযোগ দেওয়ার বিষয়টি খুব শক্তিশালী, কারণ এটি ইন্টারনেট ভিত্তিক লেনদেন নেটওয়ার্কে ওয়েবকে যুক্ত করছে।”

“আগে ক্রিপ্টোকারেন্সি পাওয়াটা অনেক জটিল প্রক্রিয়া ছিলো, এতে কয়েক ঘন্টা বা কয়েক দিন সময় লাগতো। আপনি যখন এই সহজ সমাধানের সঙ্গে তুলনা করবেন, এতে সময় লাগে ৩০ সেকেন্ডের কম, এটি আসলেই গেইমচেঞ্জার,” যোগ করেন হ্যামেল।

ক্রিপ্টোকারেন্সি কেনার এই সুযোগ আপাতত মার্কিন গ্রাহকদের জন্যই সীমিত রাখছে অপেরা। শীঘ্রই আরও অনেক দেশে এটি চালু করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এই অংশদারিত্বের প্রশাংসা করে ওইয়ারের প্রতিষ্ঠাতা কর্মী জ্যাক জিয়া বলেন, এর মাধ্যমে বিশ্বজুড়ে ৩৬ কোটি গ্রাহকের জন্য শক্তিশালী আর্থিক সেবার পথ খুলবে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar