ad720-90

করোনাভাইরাস: মার্কিন টেসলা কারখানায় উৎপাদন বন্ধ


মডেল ওয়াই গাড়িতে গ্রাহকের চাহিদা অনেক বাড়বে বলে ধারণা করছিলো প্রতিষ্ঠানটি। সে কারণে এই মডেলের উৎপাদন বাড়ানোর পরিকল্পনাও ছিল টেসলার। কারখানা বন্ধ থাকায় এবার ওই পরিকল্পনা বাধার মুখে পরবে বলে প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

এর আগে টেসলা প্রধান ইলন মাস্ক বলেছিলেন, তিনি উৎপাদন চালিয়ে যাওয়ার এবং সাধারণভাবে গাড়ি সরবরাহের প্রত্যাশা করছেন।

টেসলার এই কারখানাটি ক্যালিফোর্নিয়ার আলামেডা কাউন্টিতে। শুধু ভ্রমণ এবং ব্যবসায়িক কার্যক্রম ‘খুব জরুরী’ হলে তা চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে এই কাউন্টিতে।

এর আগে কর্মীদের উদ্দেশ্যে মাস্ক বলেছেন, ফ্রেমন্ট কারখানায় কাজ চলবে, কিন্তু তাদের এমনটা মনে করার কারণ নেই যে, তারা কাজে আসতে বাধ্য।

ইমেইলে কর্মীদেরকে মাস্ক বলেন, “আমার স্পষ্ট মতামত হলো করোনাভাইরাসের চেয়ে এর আতঙ্কের ক্ষতি অনেক বেশি ভয়াবহ।”

টুইট বার্তায়ও এমন ধারণার কথা জানিয়েছেন টেসলা প্রধান।

কারখানাটিতে কাজ করেন ১০ হাজারের বেশি কর্মী। এক বছরে রেকর্ড চার লাখ ১৫ হাজার বৈদ্যুতিক গাড়ি উৎপাদন হয়েছে এই কারখানায়।

চীনে করোনাভাইরাসের বিস্তার যখন চূড়ায় ছিলো তখন শাংহাইয়ের কারখানাটি ১০ সপ্তাহ বন্ধ রেখেছিলো টেসলা।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar