ad720-90

১০০ কোটি কম্পিউটারে উইন্ডোজ ১০


মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ‘উইন্ডোজ ১০’ । বর্তমারে বিশ্বজুড়ে প্রতি মাসে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমচালিত চালিত ডিভাইসের সংখ্যা ১০০ কোটির মাইলফলক অতিক্রম করেছে। খবর: দ্য ভার্জ।

এ বিষয়ে মাইক্রোসফটের মর্ডান লাইফ, সার্চ ও ডিভাইস বিভাগের করপোরেট ভাইস প্রেসিডেন্ট ইউসুফ মেহেদি বলেন, বিশ্বের ২০০টির বেশি দেশের ১০০ কোটির বেশি মানুষ উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ উইন্ডোজ ১০ ব্যবহার করছে। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। ডিভাইস ব্যবহারকারীরা উইন্ডোজ ১০ ইতিবাচক হিসেবে গ্রহণ করেছে।

২০২০ সালের ১৪ জানুয়ারি থেকে উইন্ডোজ ৭ সমর্থন বন্ধ করেছে মাইক্রোসফট। অর্থাৎ বিশ্বজুড়ে জনপ্রিয় উইন্ডোজ অপারেটিং সিস্টেমের এ সংস্করণের আর কোনো নিরাপত্তা হালনাগাদ কিংবা অন্যান্য সমর্থন দিচ্ছে না প্রতিষ্ঠানটি। মূলত এর পর থেকে উইন্ডোজ ১০ সংস্করণের ব্যবহারকারী বাড়তে শুরু করে।

উইন্ডোজ ১০ বাজারে উন্মুক্ত করা হয় ২০১৫ সালে । ওই সময় মাইক্রোসফট ঘোষণা দিয়েছিল যে পরবর্তী তিন বছরের মধ্যে উইন্ডোজ ১০ শতকোটি ডিভাইসে পৌঁছতে চায়। ২০১৮ সালের মধ্যে অপারেটিং সিস্টেমটি শতকোটি ডিভাইসে পৌঁছানোর যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, তা পূরণে ব্যর্থ হয়েছে মাইক্রোসফট। নির্ধারিত সময়ের আরো প্রায় দুই বছর পর শতকোটি ডিভাইসে পৌঁছেছে উইন্ডোজ ১০। এখন বিশ্বের ২০০টি দেশে ১০০ কোটির বেশি মানুষ তাদের ডিভাইসে অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ ১০ ব্যবহার করছে।

মাইক্রোসফটের এক ব্লগ পোস্টে বলা হয়, বিশ্বের প্রতি সাতজনের মধ্যে একজন পরিকল্পনা, সৃজনশীলতা, উদ্ভাবন ও প্রয়োগের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পাদনে উইন্ডোজ ১০ ডিভাইস ব্যবহার করছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar