ad720-90

করোনাভাইরাস: প্রশ্ন করা যাবে সিরিকে!


সিরি যাতে প্রশ্নের উত্তর ঠিকঠাক জানাতে পারে, সেজন্য ভয়েস অ্যাসিস্টেন্টটিকে আপডেট করেছে অ্যাপল। শনিবার থেকে নতুন আপডেটটি চোখে পড়ছে ব্যবহারকারীদের। — খবর মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র।

করোনাভাইরাস সম্পর্কে সিরিকে প্রশ্ন করলেই বেশ কয়েকটি প্রশ্ন নিয়ে হাজির হবে সিরি। ব্যবহারকারীকে জিজ্ঞাসা করে জেনে নেবে সংক্রমণের কোন কোন লক্ষণ দেখা যাচ্ছে, জ্বর, কফ বা শ্বাসকষ্ট হচ্ছে কিনা। এরপর অবস্থা বুঝে পরামর্শ জানাবে ভয়েস অ্যাসিস্টেন্টটি।

হাসপাতালে ভর্তি হতে হবে নাকি বাসায় থাকলেই চলবে, লক্ষণ বুঝে তা-ও জানাবে সিরি। প্রয়োজনে ব্যবহারের জন্য ‘টেলিহেলথ’ অ্যাপের ডাউনলোড লিংকও দিতে পারবে ভয়েস অ্যাসিস্টেন্টটি। আপাতত শুধু যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরাই  ফিচারটির সুবিধা পাচ্ছেন। অন্যান্য দেশের জন্যও ফিচারটি এসেছে কিনা তা এখনও পরিষ্কারভাবে জানা যায়নি।   

অ্যাপল মুখপাত্ররা বিষয়টি নিয়ে বাড়তি কোনো তথ্য জানাননি বলেই উল্লেখ করা হয়েছে সিএনবিসি’র প্রতিবেদন।   





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar