ad720-90

করোনাভাইরাস: এপ্রিল ফুল'স ডে বাতিল গুগলের


অভ্যন্তরীণ এক ইমেইলে গুগলের প্রচারণা প্রধান লরেন টুহিল বলেন, ১ এপ্রিল, ২০২০-এ গুগল সোজা পথে হাঁটছে, করোনাভাইরাস নিয়ে যারা লড়াই করছেন তাদের প্রতি সম্মান দেখাতে– খবর আইএএনএস-এর।

“এপ্রিল ফুল’স ডে নিয়ে ইতোমধ্যেই আমরা সব কেন্দ্রীভূত কার্যক্রম বন্ধ করেছি, কিন্তু বুঝতে পারছি এখানে দলগুলোর মধ্যে কিছু ছোট ছোট প্রকল্প থাকতে পারে, যা আমরা জানি না।”

ইমেইলে টুহিল আরও বলেন, “নিশ্চিত করুন আপনার দলের পরিকল্পিত সব কৌতুক বন্ধ রাখা হচ্ছে।”

“আমাদের সবচেয়ে বড় লক্ষ্য এখন মানুষকে সহায়তা করা, তাই কৌতুকগুলো পরবর্তী এপ্রিলের জন্য রেখে দিন, নিঃসন্দেহে এটি এবারের চেয়ে আরও অনেক বেশি উজ্জ্বল হবে।”

সাধারণত ১ এপ্রিল প্রতিষ্ঠানের বিভিন্ন পণ্যের মাধ্যমে অনেক কৌতুক করে থাকে গুগল।

ইতোমধ্যেই ডুয়ো চ্যাট অ্যাপ আপডেট করেছে গুগল। নতুন আপডেটের মাধ্যমে একসঙ্গে গ্রুপ ভিডিও কলে সর্বোচ্চ ১২ জন অংশ নিতে পারবেন। আগে এটির সীমা ছিলো আট জন পর্যন্ত।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar