ad720-90

হুয়াওয়ের সঙ্গে ক্লাউড গেইমিংয়ে টেনসেন্ট


পাবজি মোবাইল এবং অ্যারেনা অফ ভ্যালর-এর মতো জনপ্রিয় গেইম নির্মাতা প্রতিষ্ঠানটির এই ক্লাউড গেইমিং সেবার নাম দেওয়া হতে পারে গেইমমেট্রিক্স। হুয়াওয়ের কুনপেং সিরিজের প্রসেসর ব্যবহার করা হবে প্ল্যাটফর্মটিতে– খবর আইএএনএস-এর।

প্রথমে শুধু চীনে উন্মুক্ত করা হতে পারে গেইমমেট্রিক্স। কিছু দিন এই দেশটিতেই সীমিত রাখা হতে পারে এই সেবা।

এর আগে গেইমিং স্মার্টফোন নির্মাতা ব্ল্যাক শার্কের সঙ্গেও অংশীদারিত্ব করেছে টেনসেন্ট।

গেইমিং ফোন খাতে নজর দিতেই ব্ল্যাক শার্কের সঙ্গে চুক্তি করেছে প্রতিষ্ঠানটি, যাতে মোবাইল গেইমিং অভিজ্ঞতা আরও উন্নত করা যায়।

সম্প্রতি ১৪ কোটি ৮০ লাখ মার্কিন ডলারে নরওয়ের গেইম ডেভেলপার ফানকমের সব শেয়ার কিনতেও প্রস্তাব দিয়েছে গেইমিং জায়ান্ট প্রতিষ্ঠানটি।

গত বছর অক্টোবরে কেজিজে ক্যাপিটালের কাছ থেকে ফানকমের ২৯ শতাংশ শেয়ার কিনে নেয় টেনসেন্ট। এতে প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় শেয়ারধারী হয় টেনসেন্ট।

ইতোমধ্যেই রাওট গেইমস, এপিক, সুপারসেল, ইউবিআইসফট, প্যারাডক্স এবং ফ্রন্টিয়ারের মতো শীর্ষস্থানীয় গেইম ডেভেলপার প্রতিষ্ঠানগুলোর উল্লেখযোগ্য শেয়ার রয়েছে টেনসেন্টের দখলে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar