ad720-90

ম্যারিয়ট হোটেলের ৫২ মিলিয়ন অতিথির তথ্য ফাঁস!


হ্যাকিংয়ের শিকার হয়ে মার্কিন হোটেল গ্রুপ ম্যারিয়ট ইন্টারন্যাশনালের অতিথিদের তথ্য ফাঁস হয়েছে। এইবার নিয়ে দুই বছরের কম সময়ের মধ্যে দুইবার তাদেরএবার তাদের সার্ভার হ্যাক হয়েছে। এবারের হ্যাকিংয়ে ৫২ মিলিয়ন অতিথির ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে বলে নিশ্চিত করেছে কোম্পানিটি।

ম্যারিয়ট বিবৃতিতে বলেছে, ‘অপ্রত্যাশিত ঘটনায় অনেক অতিথির ব্যক্তিগত তথ্য বেহাত হয়ে থাকতে পারে। দুই কর্মচারী অন্য একটি প্রতিষ্ঠানের ব্রাউজারে লগইন করার পর এই ঘটনা ঘটে।’

হোটেলটির ধারণা, হ্যাক হওয়া তথ্যের মধ্যে অতিথিদের নাম, ঠিকানা, ইমেইল, জন্মদিন, ফোন নম্বর  এবং কোন রুম বুক দিয়েছিলেন সেটি থাকতে পারে।

তদন্ত চলছে জানিয়ে ম্যারিয়ট বলছে, ‘ক্রেডিট কার্ড নম্বর কিংবা পাসপোর্টের তথ্য হয়তো ফাঁস হয়নি।’ 

ম্যারিয়ট থেকে তথ্য চুরির ঘটনা নিয়ে ২০১৮ সালের নভেম্বরে গোটা পৃথিবীতে তোলপাড় হয়।  তদন্ত শেষে তখন হোটেল গ্রুপটি জানায়, হ্যাকাররা প্রায় ৩৮৩ মিলিয়ন অতিথির তথ্য হাতিয়ে নিয়েছে!

কোম্পানিটি এখন ভুক্তভোগীদের কাছে মেইল পাঠিয়ে সতর্ক করছে। একই সঙ্গে এক বছর বিনামূল্যে ব্যক্তিগত তথ্য সুরক্ষার প্রতিশ্রুতি দেয়া হচ্ছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar