ad720-90

ওয়েবে এলো ইনস্টাগ্রামের সরাসরি মেসেজ ফিচার


এ বছরের জানুয়ারি থেকেই স্বল্পসংখ্যক ব্যবহারকারীর উপর ফিচারটি পরীক্ষা করছিল ফেইসবুক-মালিকানাধীন সেবাটি। শুক্রবার নতুন ফিচার আনার খবর টুইট করেছে তারা। “আপনার ডিএম-এ আসছি। আপনি এখন ডেস্কটপেই ডিএম পেতে এবং পাঠাতে পারবেন, বিশ্বের যেখাইনে থাকুন না কেন”। — খবর ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর।

জানুয়ারির ওই পরীক্ষা শুরু হওয়ার পর থেকেই নিজেদের অ্যাপে ডিএম সম্পর্কিত ছোটখাট আপডেট নিয়ে আসছিলো ইনস্টাগ্রাম। এরই মধ্যে অ্যাপের ডিএম সুবিধায় ইমোজি কিবোর্ড এবং ছবি ও ভিডিও দেখার জন্য গ্যালারি যোগ করেছে সেবাটি।       

নতুন ওয়েব ডিএম সুবিধাটি মূলত ইনস্টাগ্রাম ভক্তদের কাজে আসবে। এ ছাড়াও সাংবাদিক, সামাজিক মাধ্যমভিত্তিক অনুপ্রেরণাদাতা এবং ব্যবস্থাপকরা সুফল ভোগ করতে পারবেন ফিচারটির। ওয়েব ব্রাউজার থেকে ইনস্টাগ্রাম সাইটে গিয়ে ডান পাশে উপরের দিকে তাকালেই ব্যবহারকারীদের চোখে পড়বে ডিএম চিহ্ন।

সাম্প্রতিক সময়ে ফেইসবুক প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ নিউ ইয়র্ক টাইমসকে বলেছিলেন, “অনলাইন যোগাযোগের তিনটি দ্রুত-বেড়ে-উঠা খাত” হচ্ছে “ব্যক্তিগত মেসেজিং, গ্রুপস, এবং স্টোরিজ”।

চাইলে ডেস্কটপ নোটিফিকেশনও ইনস্টাগ্রাম ডিএমের জন্য সচল করে নেওয়া যাবে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে আইএএনএস।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar