ad720-90

উইন্ডোজ ১০-স্যামসাংয়ে ফাইল লেনদেন ওয়াই-ফাইয়েই  


শুধু ফাইল ড্র্যাগ এবং ড্রপের মাধ্যমেই তা স্থানান্তর করে নেওয়া যাবে গ্যালাক্সি এস১০ এবং গ্যালাক্সি এস২০-এর মতো স্যামসাং স্মার্টফোনগুলোতে। উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণের ‘ইনসাইডার বিল্ড’-এ সুবিধাটি যোগ করা হয়েছে। — খবর প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেটের।

কাজটি করতে ডেস্কটপে মাইক্রোসফটের ‘ইওর ফোন’ অ্যাপ এবং স্যামসাং মোবাইলে ‘লিংক টু উইন্ডোজ’ অ্যাপটি নাময়ে নিতে হবে। ফোন থেকে ফাইল বা ছবি স্থানান্তর করতে চাইলে সেগুলোতে লম্বা সময় প্রেস করে থাকলেই তা ‘সিলেক্ট’ হয়ে যাবে এবং ওগুলো পিসিতে নেওয়া সম্ভব হবে। আর পিসি থেকে ফোনে নিতে চাইলে বেশি কিছু করার প্রয়োজন পড়বে না। শুধু ফাইলগুলোকে ড্র্যাগ করে ‘ইওর ফোন’ অ্যাপ উইন্ডোতে ড্রপ করলেই হবে।

ফিচারটি অবশ্য ছোট আকারের ফাইলের জন্যই কাজে দেবে। চাইলেও ৫১২ মেগাবাইটের বেশি কোনো ফাইলকে এভাবে স্থানান্তর করা সম্ভব হবে না। সবমিলিয়ে একবারে ১০০টি ফাইল স্থানান্তর করা যাবে।

এভাবে ফাইল স্থানান্তরের জন্য পিসি এবং স্যামসাং ফোনকে অবশ্যই একই ওয়াই-ফাই নেটওয়ার্কে সংযুক্ত থাকতে হবে। এ ছাড়াও স্যামসাংকে উইন্ডোজ ১.৫-এর সঙ্গে লিংক করে নিতে হবে, সব গ্যালাক্সি ডিভাইসে ওই সমর্থন সুবিধা নেই বলেই উল্লেখ করেছে এনগ্যাজেট।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar