ad720-90

হাতেগোণা কয়েকটি দেশ পাবে ‘এ গ্রেড’: বিল গেটস


বিবিসি’র সঙ্গে এক সাক্ষাৎকারে গেটস বলেন, সঠিক স্বাস্থ্যসেবা দিতে ব্যর্থ হয়েছে বেশ কিছু দেশ এবং যখন রোগ নিয়ন্ত্রণে আসবে তখন একটি ‘ময়নাতদন্ত’ হবে।

“এ ধরনের মহামারীর জন্য বিনিয়োগ এবং প্রস্তুতির অভাবে আমরা একটি অরক্ষিত অঞ্চলে রয়েছি” যোগ করেন গেটস।

জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যানুসারে সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা সাড়ে পাঁচ লাখ ছাড়িয়েছে। বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৮ লাখ। আর এখন পর্যন্ত মারা গেছেন এক লাখ ১৪ হাজারের বেশি মানুষ।

ইতোমধ্যেই বিল গেটস ঘোষণা দিয়েছেন, করোনাভাইরাসের জন্য সম্ভাব্য সাতটি টিকা উদ্ভাবনের লক্ষ্যে গবেষণাগার বানাতে অনুদান দিচ্ছে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস  ফাউন্ডেশন। এই সাতটির মধ্যে সবচেয়ে ভালো দুইটি টিকা শেষ পর্যায়ের পরীক্ষায় ব্যবহার করা হবে।

বিজ্ঞানীদের মতে, মানুষের শরীরে সফলভাবে কোনো টিকা পরীক্ষার পর এর ফলাফল পেতে ১২ থেকে ১৮ মাস সময় লাগে।

মহামারীর বিরুদ্ধে লড়তে নিম্ন এবং মাঝারি আয়ের দেশগুলোকে সহায়তা করতে অনুদান সংস্থাগুলোর প্রতিও আহ্বান জানিয়েছেন গেটস।

বিশ্বজুড়ে করোনাভাইরাস মোকাবেলায় তাৎক্ষণিকভাবে ১০ কোটি মার্কিন ডলারের অনুদান দেওয়া হবে বলেও ফেব্রুয়ারি মাসেই ঘোষণা দিয়েছে বিল অ্যান্ড মেলিডা গেটস ফাউন্ডেশন।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar