ad720-90

‘অ্যাপল করোনাভাইরাস ডটকম’ কিনলো অ্যাপল


ডোমেইন তথ্যের রেকর্ড অনুসারে, নিবন্ধনটির মালিক হিসেবে অ্যাপল কর্পোরেশনের নাম তালিকাভুক্ত করা হয়েছে। আর ডোমেইনটির নিবন্ধক প্রতিষ্ঠান হিসেবে নাম রয়েছে ‘সিএসসি কর্পোরেট ডোমেইন’-এর। নতুন রেকর্ডের তথ্য বলছে, শুক্রবার ডোমেইনটি বুঝে পেয়েছে অ্যাপল।  — খবর ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর।

তবে, ডোমেইনটির মাধ্যমে সচল কোনো ওয়েবসাইটে যাওয়া সম্ভব হয়নি।

করোনাভাইরাস আক্রান্তরা কার কার সংস্পর্শে এসেছেন, তা জানার মতো প্রযুক্তি তৈরিতে গত সপ্তাহেই গুগলের সঙ্গে জোট বেঁধেছে অ্যাপল। “সামনের মাসগুলোতে মূল প্ল্যাটফর্মে কার্যকারিতা তৈরির মাধ্যমে বড় পরিসরে ব্লুটুথ-ভিত্তিক ‘কনট্যাক্ট ট্রেসিং প্ল্যাটফর্ম’ সচল করতে একত্রে কাজ করবে অ্যাপল ও গুগল”।    

এ লক্ষ্যে মে নাগাদ এপিআই ছাড়ারও কথা রয়েছে অ্যাপলের।

এ ছাড়াও এরই মধ্যে কোভিড-১৯ ওয়েবসাইট এবং অ্যাপ নিয়ে এসেছে অ্যাপল, তৈরি করেছে স্ক্রিনিং টুল এবং নিজেদের অ্যাপল নিউজের মাধ্যমেও নির্ভরযোগ্য তথ্য জানানোর ব্যবস্থা করেছে প্রতিষ্ঠানটি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar