ad720-90

এবার ওয়েব ব্রাউজারেই এলো অ্যাপল মিউজিক


যারা আইফোন ও আইপ্যাডে ‘অ্যাপল মিউজিক’ ব্যবহার করলেও উইন্ডোজ কম্পিউটারে সেবাটি ব্যবহারের সুযোগ পেতেন না, তাদের জন্য ওয়েব ব্রাউজারে অ্যাপল মিউজিক আসার বিষয়টি বেশ কাজে দেবে। এখন আর আগের মতো উইন্ডোজ কম্পিউটারে আইটিউনস ডাউনলোড করে অ্যাপল মিউজিক ব্যবহারের ঝামেলায় যেতে হবে না। ব্রাউজার থেকে সরাসরি অ্যাপল মিউজিক ডটকমে গেলেই হবে।

ম্যাকের জন্য আগেই নিবেদিত অ্যাপল মিউজিক অ্যাপ নিয়ে এসেছে অ্যাপল।

ওয়েব ব্রাউজারে অ্যাপল মিউজিক ব্যবহার করতে সাবস্ক্রিপশন প্রয়োজন পড়বে, আগ্রহীদেরকে মাসে গুণতে হবে ৯ ডলার ৯৯ সেন্ট। ওই সাবস্ক্রিপশনের বিনিময়ে ছয় কোটিরও বেশি গানের সংগ্রহ থেকে স্ট্রিম করার সুযোগ দেবে অ্যাপল। চাইলে প্রিয় হিসেবে আইফোনেও গানগুলো সেভ করে রাখতে পারবেন ব্যবহারকারীরা। — খবর মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি-এর।

সিএনবিসি উল্লেখ করেছে, ম্যাকের মতো উইন্ডোজের ওয়েব ব্রাউজারের অ্যাপল মিউজিক ইন্টারফেইসও বেশ পরিষ্কার এবং সহজে ব্যবহার করার মতো। চাইলেই বাম পাশের প্যানেল থেকে খোঁজা এবং বেছে নেওয়া যাবে নতুন গান।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar