ad720-90

করোনাভাইরাস: ভেন্টিলেটর ‘ভাইটাল’ বানালো নাসা


যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মাউন্ট সিনাই অঞ্চলে আইকান স্কুল অফ মেডিসিনের গুরুত্বপূর্ণ একটি পরীক্ষাও সফলভাবে উতরাতে পেরেছে ওই ভেন্টিলেটরটি। বৃহস্পতিবার ভেন্টিলেটর সম্পর্কিত এ খবরগুলো সম্পর্কে নিজেদের সাইটে জানিয়েছে নাসা।

নাসা’র জেট প্রপালশন ল্যাবরেটরি বা জেপিএল-প্রকৌশলীরা মূলত নভোযান সংশ্লিষ্ট কাজ করে থাকেন। তবে, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রজুড়ে যে ভেন্টিলেটর সংকট দেখা দিয়েছে, তা মেটাতে মাঠে নামার সিদ্ধান্ত নেন তারা। নাসা জানিয়েছে, নতুন ভেন্টিলেটরটির নাম রাখা হয়েছে ‘ভাইটাল’। ভাইটাল আদতে ‘ভেন্টিলেটর ইনটারভেনশন টেকনোলজি অ্যাকসেসিবল লোকালি’ –এর সংক্ষিপ্তরূপ।

“আমাদের মানুষের জীবন বাঁচানোর মতো সক্ষমতা রয়েছে, আমরা যাদেরকে চিনি, আমাদের প্রতিবেশী, আমাদের পরিবার, এবং এই বিষয়টির অনুভূতী অসাধারণ, অসাধারণ” – বলেছেন প্রকল্পের মেকাট্রনিক্স প্রকৌশলী মিশেল ইস্টার।

নিজেদের ডিভাইসের জন্য এখন এফডিএ অনুমোদন চেয়েছে নাসা। অনুমোদনটি চাওয়া হয়েছে ‘জরুরি-ব্যবহার অনুমোদন’ প্রক্রিয়ায়, যা সংকটপূর্ণ অবস্থায় দ্রুত অনুমোদন পেতে সাহায্য করে।   





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar