ad720-90

নিজের নাম্বার গোপোন রেখে যে কাউকে কল দিন। ৫ মিনিটে ১ টাকা


আসসালামু আলাইকুম। আশাকরি ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। টাইটেল দেখেই বুঝতে পেরেছেন কি সম্পর্কে পোস্ট টি।

এটি রবি এবং এয়ার্টেল সিমের জন্য। মানে আপনার রবি/এয়ার্টেল সিম হতে হবে। এবং আপনি যার সাথে কথা বলতে চাইবেন। তার যে কোনো সিম হলেই হবে।

এ জন্য আপনাকে এই সার্ভিস টি নিতে হবে। কিন্তু আপনি যার সাথে কথা বলবেন তার এই সার্ভিস টি নেওয়ার কোনো প্রয়োজন নেই।

সার্ভিস টি কিভাবে নিবেন?

প্রথমে আপনার ফোন থেকে ডায়াল করুন 21277 এই নাম্বারে। তারপর দেখবেন আপনাকে বলছে যে বাংলায় অনুসন্ধানের জন্য ১ চাপুন। আপনি ১ চাপবেন। তারপর দেখবেন আপনাকে কিছু প্যাকেজের কথা বলবে। ১ টাকায় ৫ মিনিটের জন্য ১ চাপুন। ৫ টাকা ২ চাপুন। এরকম।

আপনি আপনার পছন্দের প্যাক টির জন্য প্রয়োজনীয় নাম্বার টি প্রেস করবেন।

যেমন ধরুন আমি ২ প্রেস করছি।

তারপর দেখবেন আপনার ফোনে একটা Pop-Up ম্যসেজ দেখাবে, এবং ১ প্রেস করে কনফার্ম করতে বলবে। নিচের ছবির মত।

 

১ প্রেস করে কনফার্ম করার পরেই দেখবেন আপনার সার্ভিস টি এবং প্যাক টি একটিভ হয়ে গেছে।

সার্ভিস তো একটিভ হলো, এইবার চলুন বলি কিভাবে আপনি আপনার বন্ধুকে নিজের নাম্বার গোপোন রেখে কল দিবেন।

কল দিন 21277 নাম্বারে। অবশ্যই আপনার সার্ভিস এক্টিভ করা রবি/এয়ার্টেল সিম থেকে।

তারপর আপনাকে বলবে কন্ঠ পরিবর্তন করে কথা বলতে চাইলে ১ চাপুন।

আসলে এই সিস্টেমে আপনার নিজের কন্ঠে কথা বলতে পারার সুযোগ টা নেই। মানে আপনি যার সাথে কথা বলতে চাইবেন, সে আপনার অরিজিনাল কন্ঠ শুনতে পারবে না। কিন্তু আপনি শুনতে পারবেন।

যাইহোক, যখন আপনাকে বলবে কন্ঠ পরিবর্তন করে কথা বলতে চাইলে ১ চাপুন , তখন আপনি ১ প্রেস করবেন।

তারপর দেখবেন আপনাকে বলবে যে-

ইন্দুরের কন্ঠে কথা বলতে চাইলে ১ চাপুন, রাজার কন্ঠে কথা বলতে চাইলে ২ চাপুন।

এখান থেকে আপনি আপনার পছন্দের অপশন টি বেছে নিবেন। আমি কিছুদিন রাজার কন্ঠে অপশন টা তে কথা বললাম। কিন্তু ইদানিং বাসায় আসার পর থেকে দেখছি যে রাজার কন্ঠে অপশনে কথা বলতে গেলেই আমার বন্ধুর কথা আমি স্পষ্ট শুনতে পেলেও সে আমার কথা শুনতে পাচ্ছে না তেমন, সে জন্য আমাকে অনেক জোরে কথা বলা লাগছে। এটা আসলে সিস্টেমের পরিবর্তন নাকি আমার এলাকাতে নেটের জন্য তা শিউর না। তাই আপনি আপনার পছন্দের টা বেছে নিবেন।

তারপর দেখবেন আপনাকে বলবে যে বিপ টোন শোনার পর আপনার বন্ধুর নাম্বার টি প্রেস করুন। কিন্তু ডায়াল বাটন প্রেস করবেন না, আপনার কল টি অটোমেটিকালি কানেক্ট করে দেওয়া হবে। তো আপনি সেরকম টা ই করবেন।

 

দেখবেন আপনার বন্ধুর ফোনে কল গেছে । কিন্তু আপনার নাম্বার থেকে কল যাইনি। ২১২৭৭ এই নাম্বার থেকে কল গেছে।

তখন আপনার বন্ধু কল টা রিসিভ করে কথা বলতে পারবে।

আর হ্যা। মিনিট কিভাবে চেক করবেন?

কাউকে কল দেওয়ার সময় আপনি যখনি ২১২৭৭ নাম্বারে ডায়াল করবেন, তখনি আপনাকে বলে দেবে যে আপনার আর কত মিনিট অবশিষ্ট আছে।

তবে আপনি কোড ডায়ালের মাধ্যমে ও মিনিট কিনতে পারেন।

নিচে সেগুলো দিয়ে দিলাম।

 

যে কোনো পোস্ট আপনাদের সকলের ভালো লাগবেনা সেটা আমি জানি। যাদের ভালো লাগবে না। তারা অযথা কমেন্ট বক্সে এমন কোনো কমেন্ট করবেন না যাতে পোস্ট কারির মন খারাপ হয়।

(সিস্টেম টি আমার নিজের নয়। তাই Robi Axiata Limited যে কোনো সময় এহার পরিবর্তন করার ক্ষমতা রাখে।)




যাইহোক,

আজ আর লিখছি না।

এমনিতেই লেখার ভিতরে অনেক ভুল হয়ে গেছে মনে হচ্ছে। আর স্টেপ বাই স্টেপ লেখা হয়নি মনে হচ্ছে। আসলে তাড়াহুড়ো করে লিখছি তো ,তাই।

এ জন্যে আপনাদের অনুরোধ করছি পোস্ট টি একটি গুরুত্ব দিয়ে পড়ার জন্য।

আশাকরি বুঝতে পারবেন।

 



যদি মনে করেন তো এ সম্পর্কিত নিচের লিংকের ভিডিও টা দেখতে পারেন।



ধন্যবাদ সবাইকে, পোস্ট টিতে মনযোগী হওয়ার জন্য।

4k+ Subscribe এর জন্য ধন্যবাদ

ফেসবুকে আমি আছি কিন্তু। প্রয়োজন হলে জানাবেন





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar