ad720-90

বাতিল হলো ‘ফোর্টনাইট ওয়ার্ল্ডকাপ’


লাস্টনিউজবিডি, ৩ মে : করোনাভাইরাসের জেরে বাতিল হলো গেমিং প্রতিযোগিতা ‘ফোর্টনাইট ওয়ার্ল্ডকাপ’। ২০২১ সালে ওয়ার্ল্ডকাপটির আয়োজন নিয়ে ভাবছে আয়োজক প্রতিষ্ঠান এপিক গেমস। এপিক গেমস জানিয়েছে, মৌসুমভিক্তিক ফোর্টনাইট চ্যাম্পিয়ান সিরিজ চললেও ওয়ার্ল্ডকাপ বাতিল করা হয়েছে। এছাড়া অনলাইনে প্রতিযোগিতাটি আয়োজন করা অসম্ভব। কারণ সব অঞ্চলের ইন্টারনেট সুবিধা একইরকম নয়।

ফোর্টনাইট ওয়ার্ল্ডকাপের গত আসর অনুষ্ঠিত হয় ২০১৯ সালের জুলাইয়ে। ওই আসরে চ্যাম্পিয়ন হয় ১৬ বছর বয়সী এক মার্কিন কিশোর। তার নাম কাইল গিয়ার্সডফ। গেমিংয়ের দুনিয়ায় সে পরিচিত বোগা নামে। একক প্রতিযোগিতায় বিজয়ী হয়ে পুরস্কার হিসেবে সে জিতে নেয় ৩ মিলিয়ন ডলার (৩০ লাখ ডলার)।

ফোর্টনাইট গেমটিতে দলবদ্ধভাবে বা একাই একটি ম্যাচের শেষ পর্যন্ত টিকে থাকতে হয়। একটি ম্যাচে একসঙ্গে ১০০ জন পর্যন্ত গেমার অংশ নিতে পারে।

লাস্টনিউজবিডি/আরআইএস



সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar