ad720-90

ফেইসবুকের নতুন আপডেটে ক্র্যাশ করলো প্রতিদ্বন্দ্বী সেবা


ফেইসবুকের আপডেটের কারণে এমন বিড়ম্বনার শিকার অ্যাপগুলোর মধ্যে ডেটিং অ্যাপ টিন্ডার, মিউজিক স্ট্রিমিং অ্যাপ স্পটিফাই এবং ভিডিও প্ল্যাটফর্ম টিকটকও রয়েছে।

যে অ্যাপগুলোতে ফেইসবুকের মাধ্যমেই লগইন করা যায়, এজন্য আলাদা ইউজারনেইম ও পাসওয়ার্ড দরকার হয় না, সে অ্যাপেই এমন সমস্যা হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

ফেইসবুক বলছে, তারা দ্রুত এই সমস্যা শনাক্ত করেছে এবং তা সমাধানও করেছে।

বুধবার অ্যাপ ডেভেলপারদের ব্যবহার করা এসডিকে বা সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট-এ নতুন সেবাগুলোর সমন্বয়ে এই আপডেট আনে ফেইসবুক।

এরপরই কোডিং সাইট গিটহাব-এ স্বাধীন ডেভেলপাররা অভিযোগ করতে শুরু করেন যে, এটি অন্য অ্যাপগুলোকে ক্র‍্যাশ করছে।

“এই সমস্যার জন্য আমরা ক্ষমাপ্রার্থী”– বলেছে ফেইসবুক।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar